Barowari Durga Puja

এক হাতে শুধু ত্রিশূল, অন্য সব হাতে উদ্ভিদ!

এন্টালি সর্বজনীন দুর্গা পুজো কমিটি। এক অভিনব ভাবনা তাঁদের। মায়ের এক হাতেই শুধু অস্ত্র।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৭:১০
Share:

যত দ্রুত গতিতে মানুষ উন্নতির শিখরে পৌঁছাচ্ছে, তার থেকেও দ্বিগুণ তাড়াতাড়ি গাছ কেটে ফেলা হচ্ছে। তার প্রভাবও পড়ছে বিশ্বজুড়ে। জলবায়ুর পরিবর্তন মারাত্মক ক্ষতি করছে। কোথাও অধিক বর্ষা তো কোথাও খরা। বিশ্বের এক প্রান্ত গরমের দাবদহ ফুটছে, অন্যপ্রান্তে আবার শীতল। এই সব কিছুর পিছনেই রয়েছে গাছ কাটা।

Advertisement

এমনটাই মনে করেন বিজ্ঞানীরা। এই গাছ কাটা রুখতে নিজেদের থিমের মাধ্যমে বার্তা দিতে চাইছে এন্টালি সর্বজনীন দুর্গা পুজো কমিটি।

মধ্য কলকাতার অন্যতম সেরা এই পুজো কমিটির পুজো এবার ৮৮তম বর্ষে। এ বার থিমের নাম তারা দিয়েছেন ‘এসো সংকল্প করি বৃক্ষরোপণে, এই কামনা করি মাতৃ বোধনে’। পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে ফেলে দেওয়া কাঠ, গাছের ছাল কাঠের টুকরো দিয়ে। প্রতিমায় থাকছে চমক। মাতৃ প্রতিমা হাতে কোনও অস্ত্র দেওয়া হবে না। শুধু অসুর বধের জন্য মায়ের হাতে থাকবে ত্রিশূল।

Advertisement

বাকি হাতগুলোয় বিভিন্ন উদ্ভিদ দেওয়া হবে। এ ছাড়া পুজোর জন্য থাকছে ছোট সাবেকি প্রতিমা। এই প্রতিমাই পুজো করা হবে। ১৫ তারিখ পুজো সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।

থিম শিল্পী- সুব্রত দত্ত

প্রতিমা শিল্পী- কার্তিক সেন

যাবেন কী করে- শিয়ালদহ থেকে বাসে করে এন্টালি মাকের্ট। সেখান থেকে একটু হাঁটলেই এন্টালি পোস্ট অফিস। সেখানেই এই পুজো।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement