উত্তর কলকাতার ঠাকুর দেখতে হলে এই পুজো তো দেখতেই হবে। এই বছরে তাঁদের মণ্ডপ নির্মাণের দায়িত্বে আছেন শিল্পী সুশান্ত পাল। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণ করতে করতেই জীবনের ২৫টা বছর কাটিয়ে ফেলেছেন তিনি। আর দীর্ঘ ২৫ বছরে ‘নির্মাণ করেছেন প্রায় ৪৯টি মণ্ডপ। আই বছরে ‘টালা প্রত্যয়ের মণ্ডপ নির্মাণ করে সংখ্যাটি দাঁড়িয়েছে অর্ধ শত রানে।
টালা প্রত্যয়ের পুজো মণ্ডপও এই বছর সাক্ষী হয়ে থাকল শিল্পীর দীর্ঘ ২৫ বছরের পথ চলার। গোটা মণ্ডপের উচ্চতা ১৩৪ ফুট। দৈর্ঘ্য ৭৭ মিটার। প্রস্থ ৯৯ মিটার। মণ্ডপের সমতল থেকে দেবীর আসনের উচ্চতা ১১২ ফুট।
অলস দুপুরের এক চিলতে রোদ্দুর যখন পাতা না উল্টানো বইয়ের উপরে এসে পড়ে, সেই দিন থেকে আজকের কর্ম ব্যস্ত পুজোর সময় সবটাই গাঁথা আছে এই মণ্ডপে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।