Shitalatala kishore sangha

সবুজে সাজানো হোক আমার এ দেশ! এমন ভাবনা মন এদের

বেহালা শীতলাতলা কিশোর সঙ্ঘ। পুজোয় এরা গলা তুলছে গাছ কাটার বিরুদ্ধে। থিমের নাম দেওয়া হয়েছে ‘সবুজে সাজানো তোমার দেশ’।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৯:০৬
Share:

পৃথিবীতে থেকে ধীরে ধীরে সবুজ কমে যাচ্ছে। যত পরিমাণে গাছ কাটা হচ্ছে সেই হারে লাগানো যাচ্ছে না বলে দাবি করেন বিজ্ঞানীরা। গাছ বা সবুজ শুধু মানুষের জন্য দরকার এমন নয়। বিশ্ব সংসারে যত প্রাণ আছে, দরকার সবার জন্য। গাছ যে অক্সিজেন যোগায় তা নয়, কত পাখি, কত কত পতঙ্গের বাস তার ঠিক নেই। দেবী শক্তির কাছে বসুন্ধরাকে সব সময় সবুজ রাখার প্রার্থনা নিয়ে নিজেদের থিম তৈরি করেছে বেহালা শীতলাতলা কিশোর সঙ্ঘ।

Advertisement

২০০৪ সালে প্রথম দুর্গা পুজো হয় এই ক্লাবে। এই বছর তাঁদের ২০ বছরে পুজো। থিমের নাম দেওয়া হয়েছে ‘সবুজে সাজানো তোমার দেশ’। এই পুজোর প্রধান বৈশিষ্ট্য হল, এই ক্লাবের সদস্যরা নিজেরাই সব কাজ করেন। ৪ লক্ষের বাজেটে সবটা করছে এই ক্লাব।

থিম শিল্পী- দিলীপ সর্দার

Advertisement

প্রতিমা শিল্পী- অনিমেষ হাইত

যাবেন কী করে- বেহালা সখেরবাজার থেকে বড়িশা ক্লাব, তারপর শীতলাতলার পুজো।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement