Durgapuja in Hindustan Park

জানতে চান ‘কল্পঋতুর গল্প গাথা’? তাহলে আসতে হবে হিন্দুস্তান পার্ক সর্বজনীনে

মণ্ডপে দুই রকমের দৃশ্য ফুটে উঠেছে। ঢোকার পরই দর্শনার্থীরা দেখতে পাবেন বিভিন্ন অস্ত্র এবং যুদ্ধে ব্যবহৃত যন্ত্রপাতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১৪:৩০
Share:

হিন্দুস্তান ক্লাবের প্রতিমা

কেমন হয় যদি এমন এক ঋতু আসে যখন যুদ্ধ বলে কিছু থাকবে না? চারিদিকে থাকবে শান্তির ছবি! সেই ভাবনা থেকেই হিন্দুস্তান পার্ক সর্বজনীনের এ বছরের থিম ‘কল্পঋতুর গল্প গাথা’। শিল্পী মলয় শুভময় এখানে এমন এক বিশ্বকে তুলে ধরেছেন যেখানে সবসময় শান্তি বিরাজমান।

Advertisement

মণ্ডপে দুই রকমের দৃশ্য ফুটে উঠেছে। ঢোকার পরই দর্শনার্থীরা দেখতে পাবেন বিভিন্ন অস্ত্র এবং যুদ্ধে ব্যবহৃত যন্ত্রপাতি। প্রতিমার সামনে যখন যাবেন তখন মাকে দেখে তাদের অভিজ্ঞতা হবে এক স্নিগ্ধ পৃথিবীর। যেন মা বলতে চাইছেন এবার সময় হয়েছে চারিদিকে হয়ে চলা অশান্তির সমাপ্তি ঘটিয়ে শান্তির পৃথিবী তৈরি করার।

মণ্ডপের ভিতরে পৃথিবী

দেবী এখানে অস্ত্র ধরে নেই, তার বদলে তার হাতের ভঙ্গি তৈরি করা হয়েছে বিভিন্ন নৃত্যের মুদ্রার আদলে। মহিষাসুরও মায়ের পায়ে সোঁপে দিয়েছেন নিজেকে।

Advertisement

চারিদিকে হয়ে চলা অর্থনৈতিক এবং রাজনৈতিক দ্বন্ধে যেন মানুষ তার মানবিকতাকে ভুলে না যায়, যেন খুঁজে পায় শান্তি, এই বার্তাই দিতে চেয়েছে ‘কল্পঋতুর গল্প গাথা’।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement