পূবালী ক্লাব
১৯৯৪ সালের দীর্ঘ টানা পোড়েনের পর সবকিছুকে অতিক্রম করে পূবালী ক্লাব এই বছর ৩০ বছরে পদার্পণ করল। তাঁদের এই বছরের থিম অলিম্পিক। বর্তমান যুব সমাজ যে ভাবে মোবাইল গেমের প্রতি আসক্ত হয়েছে তাঁদের উদ্দেশ্যেই দেওয়া এই থিমের বার্তা। মোবাইল গেমিং ছেড়ে মাঠে ফিরে আসতে হবে। মাঠকে ফাঁকা রাখা যাবে না।
স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক শ্রেয়। খেলাধুলায় আমাদের মন এবং আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের বিকাশ ঘটে খেলাধুলায় আমাদের শরীর সুস্থ এবং সতেজ থাকে, যাকে আমরা ধীরে ধীরে নষ্ট করে ফেলছি মোবাইলের প্রতি আসক্ত হয়ে। সেই চিত্রটিই ফুটে উঠেছে পূবালী ক্লাবের এই বছরের থিমে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।