এই বছর ৭৬তম বর্ষে পা দিল মানসবাগ সর্বজনীন দুর্গোৎসবের পুজো। পুজোয় বহু বছর ধরে নিয়ম করে থিম পুজোই হয় এই পুজো মণ্ডপে। এই বছরের থিম ‘মায়াজালে মহামায়া’।
উদ্যোক্তাদের মধ্যে অন্যতম অভিজিৎ চাকলাদার বললেন, “যেমন ভাল খারাপ সব রকম মানুষ পৃথিবীতে রয়েছেন, তেমনই দেবীর আশীর্বাদও সব সময় রয়েছে, মায়ের কাছে সবাই সমান। তাই মা যেমন নিজের মায়াজালে বিশ্ব সংসারের সকল মানুষকে আবদ্ধ করে রেখেছেন তাঁরই মায়াজালে। আমরা নিজেদের মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছি সেই মায়াজালকেই”।
মণ্ডপসজ্জায় ব্যবহার হয়েছে দড়ি থেকে সুতো নানা রকমের বাঁধুনি, যা দিয়ে তৈরি করা হয়েছে মাকড়সার জালের ন্যায়ে এক বিশাল জাল। মধ্যিখানে রয়েছে দেবী মূর্তি। এই থিম তৈরি করেছেন সোমনাথ মুখোপাধ্যায় আর প্রতিমা গড়েছেন পরিমল পাল।
থিম শিল্পী : সোমনাথ মুখোপাধ্যায়
প্রতিমা শিল্পী : পরিমল পাল
কী ভাবে যাবেন : ডানলপ পেরিয়ে বিটি রোডের ১১ নং বাস স্টপের কাছেই এই পুজো মণ্ডপ পেয়ে যাবেন
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।