মানুষ থেকে শুরু করে পশুপাখি, সকলেই সারা দিনের পরিশ্রমের পর একটু শান্তি খোঁজে আর সেই শান্তির নীড় নিজের বাড়ির থেকে ভাল আর কী বা হতে পারে! যেখানে নিজের ঘরে শান্তিতে ঘুমোনো যায়, আপনজনদের সঙ্গে দেখা হয়, কথা হয় দিনের শেষে,” এক নিঃশ্বাসে বলে গেলেন পার্থসারথি বন্দ্যোপাধ্যায়। লেক মার্কেট যুবকবৃন্দ দুর্গাপুজো কমিটির সভাপতি। এই চিন্তাধারা থেকে তাঁদের এ বারের পুজোর বিশেষ নিবেদন ‘দিনের শেষে ঘুমের দেশে’। উদ্যোক্তাদের বিশ্বাস, এই থিমের সঙ্গে প্রতিটি দর্শনার্থী একাত্ম হতে পারবেন, তাঁদের দৈনন্দিন পরিশ্রমের পরে একটু বিশ্রাম চাওয়ার ভাবনাকে খুঁজে পাবেন এই মণ্ডপসজ্জার হাত ধরে।
শিল্পী সুরজ আদকের হাত ধরে সেজে উঠছে লেক মার্কেট যুবকবৃন্দের মণ্ডপ। প্রতিমা শিল্পী উত্তম দাসের কাজেও রয়েছে অভিনবত্ব। প্রতিমায় দেখা যাবে টেরাকোটার ছোঁয়া। ৮৪তম বর্ষে পদার্পণ করে উদ্যোক্তারা এ ভাবেই দর্শকের মনে গেঁথে রাখতে চাইছেন তাঁদের এই অভিনব প্রচেষ্টা।
থিম শিল্পী : সুরজ আদক
প্রতিমা শিল্পী : উত্তম দাস
পথ নির্দেশ : দেশবন্ধু কলেজের পিছনের গলিতে
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।