লেক গার্ডেনের কালচারাল ফ্যান্স অ্যাসোসিয়েশনের পুজো। এঁদের পুজো এ বার ২৩ তম বর্ষে। থিমের নাম তাঁরা দিয়েছেন ‘কালী কথা’।এই মণ্ডপের প্রধাণ আর্কষণ ‘জ্যান্ত কালী’। এখানে মানুষকে কালী সেজে মণ্ডপে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
পরিবেশের ক্ষতি করে না এমন সব বস্তু দিয়েই পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছে। মণ্ডপের ভিতরে বিশেষ আবহাওয়া তৈরি করা হয়েছে।
দেখানো হচ্ছে মা কালীর সঙ্গে এক আদিবাসী ছেলে 'তুইতোকারি' করে মনের কথা ভাগ করছে।
লেক গার্ডেনের কাছেই এই মণ্ডপ। এই পুজো কমিটির জন্য প্রতিমা বানিয়েছেন পিয়ালী সাধুখা। মণ্ডপ তৈরি করেছেন তাপস দত্ত।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।