Lake Gardens Cultural Fans Association

'জ্যান্ত কালী' দেখার আয়োজন এদের!

লেক গার্ডেন্সে 'জ্যান্ত কালী'! দেখলে চমকে উঠবেন!

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৬:১৫
Share:

লেক গার্ডেনের কালচারাল ফ্যান্স অ্যাসোসিয়েশনের পুজো। এঁদের পুজো এ বার ২৩ তম বর্ষে। থিমের নাম তাঁরা দিয়েছেন ‘কালী কথা’।এই মণ্ডপের প্রধাণ আর্কষণ ‘জ্যান্ত কালী’। এখানে মানুষকে কালী সেজে মণ্ডপে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

Advertisement

পরিবেশের ক্ষতি করে না এমন সব বস্তু দিয়েই পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছে। মণ্ডপের ভিতরে বিশেষ আবহাওয়া তৈরি করা হয়েছে।

দেখানো হচ্ছে মা কালীর সঙ্গে এক আদিবাসী ছেলে 'তুইতোকারি' করে মনের কথা ভাগ করছে।

Advertisement

লেক গার্ডেনের কাছেই এই মণ্ডপ। এই পুজো কমিটির জন্য প্রতিমা বানিয়েছেন পিয়ালী সাধুখা। মণ্ডপ তৈরি করেছেন তাপস দত্ত।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement