Durga Puja Visarjan in Jadavpur

মোমবাতির প্রতিবাদের আলোয় যাদবপুর দেখল অন্য রকম বিসর্জন

উৎসবমুখর বাঙালি উৎসবে ফিরলেও প্রতিবাদের পারদ কিন্তু নামেনি। তারই ছবি দেখালো যাদবপুর ‘ব্যাঙ্কপ্লট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি’র এ বছরের পুজোর বিসর্জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৫:২৫
Share:

ছবি সংগৃহিত

মায়ের বিদায়বেলায় সবার মনেই বিষাদের সুর। তবে শহরে এই বিষাদ ছায়া ফেলতে শুরু করেছে প্রায় ২ মাস আগে থেকেই। অন্যায়, অবিচার এবং ঘৃণ্য অপরাধের বলি হয়ে তিলোত্তমার বিসর্জনে আন্দোলনে উত্তাল কলকাতা তথা বাংলা-সহ গোটা দেশ। শহর ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে প্রতিবাদের সুর।

Advertisement

উৎসবমুখর বাঙালি উৎসবে ফিরলেও প্রতিবাদের পারদ কিন্তু নামেনি। তারই ছবি দেখালো যাদবপুর ‘ব্যাঙ্কপ্লট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি’র এ বছরের পুজোর বিসর্জন। ছিল না প্রতি বছরের মতো কোনও শোভাযাত্রা বা ভাসান নাচ। বরং কালো পোশাকে মোমবাতি হাতে মৌন মিছিলের মাধ্যমেই বিদায় জানানো হল মাকে।

আট থেকে আশি, এই অন্য রকম মোমবাতি মিছিলে সামিল সকলেই। ছিল না কোনও স্লোগানের বাহুল্য, ‘বলো দুর্গা মাইকী’ বলে সমবেত চিৎকার। বরং মৌনতার মধ্যে দিয়েই যেন ছিল মায়ের কাছে আর্তি– অন্ধকার ঘুচে আসুক আলো, শক্তির প্রকাশে দমন হোক সব অপরাধ, অবিচার। বিচার পাক সকল অভয়ারা।

Advertisement

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement