সামনেই কালী পুজো। শাস্ত্রে বলে, নিয়ম মেনে নিষ্ঠা ভরে পুজো করলে পূরণ হতে পারে আপনার মনোবাঞ্ছা।
তবে তার জন্য চাই সঠিক পুজা সামগ্রী। জানতে হবে কী দিলে তুষ্ট হন মা। জবা ফুল থেকে শুরু করে আরও নানা সামগ্রী রয়েছে তালিকায়, যা কালী পুজোয় খুবই প্রয়োজনীয়।
তেমনই মায়ের নৈবেদ্যে চাই কারণবারি। কারণবারি ছাড়া মা কালীর পুজো অসম্পূর্ণ।
মা কালীর পুজোয় লাগে মদ। এই মদকেই বলে কারণবারি। পুজোর সময়ে পুরোহিতকে পান করতে হয় এই কারণবারি।
যদিও বাংলায় পূজিত মায়ের আট রূপের মধ্যে কেউ খুব একটা কারণবারি পান করেন বলে জানা নেই।
শাস্ত্র মতে, একমাত্র শ্মশানকালীকেই দেখা যায় মদ্যপান করতে। তাঁর গায়ের রং কাজল কালো। দেবীর এই রূপের বসত শ্মশানেই।
তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ রচিত বৃহৎ তন্ত্রানুসারে দেবীর ধ্যানসম্মত মূর্তিতে দেবীর চোখ রক্তপিঙ্গল বর্ণের। চুল আলুথালু। দেহ শুকনো, ভয়ঙ্কর। দেবীর বাঁ হাতে থাকে মদ ও মাংসে ভরা পাত্র।