কলকাতার কালীপুজো মানেই নব যুবক সঙ্ঘ। অবশ্য আরও ভাল ভাবে বললে ফাটাকেষ্টর পুজো।
সেই ফাটাকেষ্টর পুজোর মণ্ডপে এসে গেল মাতৃ প্রতিমা। আড়ম্বরে টেক্কা দেবে বড় বড় দুর্গা পুজোকেও।
কুমোরটুলি থেকে বিশাল শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে আসা হয় মণ্ডপে। এ বারও কালী পুজোর দশ দিন আগেই মণ্ডপে পৌঁছে গিয়েছে প্রতিমা। যেন দুর্গা পুজোর ছোঁয়া।
ছিল কীর্তনের দল। খোল করতাল নিয়ে গানে মত্ত। ছিল ব্যান্ড পার্টি।
শোভাযাত্রায় ছিলেন ক্লাব সদস্যরা সকলেই। প্রতিমা বহনকারী গাড়ি আগে ছিল রাস্তা সাফাইয়ের ব্যবস্থা।
শোভাযাত্রার পুরোভাগে ছিল ঘোড়ার গাড়ি। মা-কে নিয়ে যাওয়ার আনন্দে বাজি ফাটিয়ে উদযাপনে মাতলেন উদ্যোক্তারা।
দুর্গাপুজোর মন খারাপ কাটিয়ে শহর জুড়ে আবার সাজ সাজ রব। লাল পাড় সাদা শাড়িতে সুসজ্জিত মহিলাদের দলে যেন তারই আমেজ। দেখা গেল শঙ্খধ্বনি দিতেও।