১৮৫৩-এর ২২ ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন সারদা।
রামকৃষ্ণের সঙ্গে তাঁর বিয়ের পরে দীর্ঘদিন, ১৯১৫ সাল পর্যন্ত মা সারদা জয়রামবাটির এই খড়ের চালার মাটির বাড়িতেই ছিলেন।
সারদা দেবীর জন্মভিটের জগদ্ধাত্রী পুজো বিশেষ ভাবে প্রসিদ্ধ। প্রতি বছর এই পুজো উপলক্ষে জয়রামবাটিতে প্রচুর ভক্তসমাগম হয়।
জানা যায়, ১৮৭৭ খ্রিষ্টাব্দে সারদা দেবীর মা তথা শ্যামা সুন্দরী দেবীর হাত ধরেই শুরু হয়েছিল এই জগদ্ধাত্রী পুজো।
১৯২৩-এ বেলুড় রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সারদানন্দজীর উদ্যোগে সারদা দেবীর দু'টি বাড়িকেই অক্ষত রেখে জয়রামবাটিতে প্রতিষ্ঠা করা হয় মিশন।
বর্তমানে রামকৃষ্ণ মিশনই এই পুজোর দায়িত্বে রয়েছে।
প্রাথমিক দিনগুলোয় জয়রামবাটিতে কিন্তু দুর্গাপুজো হত না। ১৯২৫ সালে ঘট পেতে দুর্গাপুজো শুরু হয় জয়রামবাটিতে।
তারও প্রায় ২৭ বছর পরে, মাতৃ মন্দিরে মাটির প্রতিমা তৈরি করে দুর্গা বন্দনা শুরু হয়। প্রতি বছর অষ্টমীতে তিথি মেনেই কুমারী পূজা পালন করা হয় জয়রামবাটিতে। যা দেখতে আজও ভিড় জমান বহু মানুষ।