Santoshpur Lake Village Puja Theme

প্রাণায়ম এখানে পুজোর ভাবনায় থিমের নাম ‘স্বতন্ত্র’

সন্তোষপুর লেক পল্লীর দুর্গাপুজো। এ বারে লোহা, টিন, কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ। যোগাসনের বিভিন্ন দিক এখানে তুলে ধরা হবে এখানে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১৩:২০
Share:

৬৬ বর্ষে এই বারের সন্তোষপুর লেক পল্লীর দুর্গাপুজো। এ বারের নিজেদের থিমের নাম তাঁরা রেখেছেন ‘স্বতন্ত্র’। এই স্বতন্ত্রের মূলত মানব দেহের একটা নিজস্ব প্রক্রিয়া। যা সব খারাপ কিছুর সঙ্গে থেকে মানুষকে সর্বোচ্চ স্তরে প্রতিষ্ঠিত করে।

Advertisement

১৯৫৮ সালে এখানে প্রথম পুজো শুরু হয়। ২০০৩ সাল থেকে এই পুজো কমিটি থিম পুজো শুরু করে। এ বারে লোহা, টিন, কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ। যোগাসনের বিভিন্ন দিক এখানে তুলে ধরা হবে।

প্রতিমাতে থাকছে বিশেষ চমক। এ ছাড়া প্রতিমার রং ও উজ্জ্বলতা দর্শকদের নজর কাড়বে বলে মনে করছেন কর্তারা। ১৫ অক্টোবর পুজোর উদ্বোধন করা হবে। অষ্টমীর দিন মহাভোগ বিতরণ করা হবে। পুজো কমিটির কার্যকরী সদস্য সঞ্জীব ভৌমিক বলেন, ‘‘আমাদের এই পুজো এবারে ৬৬বর্ষে। আমরা প্রাণায়ামের বিষয় তুলে ধরছি। মহাভোগ বিতরণ করা হবে। নবমীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।’’

Advertisement

থিম শিল্পী: রাজকুমার প্রামাণিক

প্রতিমা শিল্পী: অধীর পাল

যাবেন কী করে: যাদবপুর স্টেশনে নেমে সন্তোষপুরের দিকে হেঁটে দশ মিনিটে এই পুজো মণ্ডপে পৌঁছে যাবেন। এ ছাড়াও যাদবপুর থেকে বাইপাস অজয় নগর থেকে অটো করে সন্তোষপুর লেকপল্লীতে পৌঁছে যাবেন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement