দও চৌধুরী দুর্গা দালানের পুজো
৪১৫ বছরের পুরোনো হাওড়া আন্দুলের দও চৌধুরী দুর্গা দালানের দুর্গা পুজো। জন্মাষ্টমীতে মায়ের কাঠামো পুজো হয়ে থাকে। এই বাড়ির পুজোয় তিনচালা বিশিষ্ট দেবী মূর্তি পূজিত হন। বেচারাম চিত্রকরের নিপুন চিত্রকলায় মা সেজে উঠতেন। ৭০ বছর আগে দত্ত বাড়ির মা দুর্গা মাটির শাড়ি ও গয়নাতে সেজে উঠতেন।
দও চৌধুরী দুর্গা দালানের পুজো
১৯৭৯ সালের পর থেকে মাকে ডাকের সাজে সাজানো শুরু হয় যা বর্তমানেও চলছে। ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে মায়ের পুজোর পরে এই বাড়ির প্রধান বৈশিষ্ট্য নবমী পুজোতে দেখা যায় যা খুবই আকর্ষণীয়। নবমীতে কুমারী পুজো ,ধুনো পোড়ানো, বলী ও হোম যোগা সহযোগে মায়ের পুজো সম্পন্ন হয়ে থাকে। দশমীতে মাকে ফুলের সাজে সাজানো হয় এবং আলপনা দিয়ে পাড়ার সকল পুরুষেরা কাঁধে করে বিসর্জনের জন্য নিয়ে যায়। সবশেষে এই বাড়ির রীতি অনুযায়ী নারকেল নাড়ু দিয়ে মিষ্টিমুখ করানো হয় এবং সঙ্গে দেওয়া হয় পান।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।