Durga Puja 2022

থ্রি ডাইমেনশনাল মণ্ডপ নিয়ে হাজির উত্তরের কাশী বোস লেন

পুজোর ভাবনা এবং রূপদানে নারী শক্তির জয়গান। থিমের নাম ‘মা।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২২ ১৫:৫২
Share:

মণ্ডপসজ্জা থেকে প্রতিমা অথবা ভাবনায় কোন পুজো এগিয়ে? প্রতি বছর তা নিয়েই জমাটি লড়াই উত্তর বনাম দক্ষিণ কলকাতার। সেই যুদ্ধে সামিল যারা, তাদের অন্যতম কাশী বোস লেন। এ বার ৮৫তম বর্ষে পা দিল এই পুজো।

Advertisement

পুজোর ভাবনা এবং রূপদানে নারী শক্তির জয়গান। থিমের নাম ‘মা।’ সঙ্গে চমক- থ্রি ডাইমেনশনাল মণ্ডপ! সাবেক ধাঁচে প্রতিমা। সম্পূর্ণ মণ্ডপ তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব জিনিস দিয়ে। বর্জন করা হয়েছে প্লাস্টিকের সমস্ত জিনিস। প্রতি বছরের মতো এ বারেও যথারীতি দর্শনার্থীদের ভিড়ে নজর কাড়ছে কাশী বোস লেনের পুজো।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement