প্রতি বছরের মতো এবারেও রেড রোডে অনুষ্ঠিত হলো দুর্গা পুজো কার্নিভাল ২০২২। শহরের নাম করা পুজোগুলির সঙ্গে সব মিলিয়ে ৯৪টি ক্লাব এই বছর এই কার্নিভালে অংশগ্রহণ করেছিল। দেখে নিন এক ঝলকে কেমন ছিল এই বারের কার্নিভাল।
শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক ক্লাব সদস্যরাই নয় সঙ্গে ছিল কচিকাঁচার দল।
রং বেরঙের ট্যাবলো সাজিয়ে এই দিন কার্নিভালে পা মেলায় শহরের সেরা পুজো গুলি।
গোধূলি বেলার আলো আঁধারিতেও উজ্জ্বল মাতৃ মূর্তি।
ত্রয়োদশীর সন্ধ্যায় রেড রোডে প্রকাশ পেল দেবী মূর্তির নানা রূপ।
রাত ভর জেগে সেজে উঠেছে শহরের সেরা ক্লাব গুলির ট্যাবলো।
অনুষ্ঠানের মধ্যে এক ঝলকে মর্ত্যের শিব-পার্বতী।
রেড রোডে সাবেকিয়ানার স্পর্শে নৃত্য পরিবেশনায় বাংলার অপরূপারা।
সাবেকি দেবী মূর্তির পাশাপাশি শিল্পীর চোখে দেখা আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা প্রতিমাও ছিল কার্নিভালে।
দেবী দুর্গার আরাধনাই যেন নারী শক্তির উদযাপনের সূচক।
কার্নিভালের প্রস্তুতি পর্বে নানা রঙে সেজে অপেক্ষারত বিভিন্ন ক্লাবের সদস্য সদস্যারা।
উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, অভিনেতা অঙ্কুশ, অভিনেত্রী ঐন্দ্রিলা সহ আরও অনেক বিশিষ্ট্য ব্যক্তিত্বরা।