Durga Puja 2022

রেড রোড কার্নিভালে বিদায় মহোৎসব, শেষ বেলায় দেখে নিন শহরের সেরা ক্লাবগুলির পুজো

শহরের ৯৪টি বাছাই করা ক্লাবের পুজো এই বছর যোগদান করছে এই কার্নিভালে অংশ নিচ্ছে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ১৪:৪৫
Share:
০১ ১৩

প্রতি বছরের মত এই বারেও রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে পুজো কার্নিভাল। শহরের ৯৪টি বাছাই করা ক্লাবের পুজো এ বছর যোগদান করার কথা এই কার্নিভালে। সেই কার্নিভালে দর্শকরা সুযোগ পান শহরের সেরা ঠাকুরগুলিকে। চলতি বছরেও যে ক্লাবগুলি অংশগ্রহণ করতে চলেছে এই কার্নিভালে, তার তালিকা দেখে নিন এই প্রতিবেদনে।

০২ ১৩

সুরুচি সংঘে এবছরের পুজোর থিম 'পৃথিবী আবার শান্ত হবে' । থিমে তুলে ধরা হয়েছে গত দু'বছরের লণ্ডভণ্ড, এলোমেলো করোনা পরিস্থিতি । তবে তাঁর মধ্যেই দেখানো হয়েছে করোনা সমস্যা জর্জরিত পৃথিবী ধীরে ধীরে শান্ত হবে আবার।

Advertisement
০৩ ১৩

চেতলা অগ্রণীর এবছরের থিম ছিল 'ষোলো কলা'। মণ্ডপটি তৈরি হয়েছিল কলাগাছ ও তারই বিভিন্ন অংশ দিয়ে।

০৪ ১৩

উত্তর কলকাতা খ্যাতনামা পুজোগুলির মধ্যে টালা প্রত্যয় থাকছে এবারের কার্নিভ্যালে ৷ এই পুজোর থিম হল 'ঋতি: দ্য মোশন' । তাঁরা দেখিয়েছেন যে গতির সৃষ্টি হয় প্রাকৃতিক বা মহাজাগতিক প্রক্রিয়ায়, তার বাইরেও উপস্থিত মানুষের সৃজন ও শক্তি দ্বারা সঞ্চারিত গতি ।

০৫ ১৩

মধ্যযুগীয় ইউরোপের ঐতিহ্যবাহী নিদর্শন ও ভ্যাটিকান সিটির আশ্চর্য স্থাপত্য শিল্প এবারে উঠে এসেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপে।

০৬ ১৩

কৃষ্ণনগর ধাঁচে তৈরি সাবেকি একচালা দেবীমুর্তি ও ৪৫-৪৬’র দাঙ্গা ও বিচ্ছিন্নতার সুর আর স্বাধীনতা সংগ্রামীদের তুলে ধরা হয়েছে সমাজ সেবী সংঘের পুজোয়।

০৭ ১৩

বড়িশা ক্লাব এই বছর বিবেকহীন সমাজকে অন্ধকার পরিস্থিতি থেকে মুক্ত করতে ‘সাঁজবাতি’ ভাবনায় মণ্ডপ সাজিয়েছিলেন।

০৮ ১৩

বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব এবারে মন্ডপ সাজিয়েছিল মুদ্রার সাহায্যে, উপচে পড়েছিল মানুষের ভিড়।

০৯ ১৩

আহিরীটোলা সর্বজনীনের থিম এবছরের জন্য ‘আকাশবাণী’। পুরনো দিনের অনেক কালজয়ী গানকে সাজিয়ে তুলে ধরেছে এই পুজো মণ্ডপে।

১০ ১৩

বাদামতলা আষাঢ় সঙ্ঘের এ বছরের থিম ছিল ‘পদাঙ্ক’ বা পায়ের ছাপ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি অধ্যায়কে তুলে ধরা হয়েছে এই থিমে।

১১ ১৩

ঠাকুরপুকুর এস বি পার্কে এবারের থিম ছিল ‘লোক শিল্প প্রবাহ’ যেখানে বিভিন্ন জেলার নানা ধরনের শিল্পকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

১২ ১৩

দক্ষিণ কলকাতার অন্যতম নামকরা পুজো শিব মন্দির দুর্গাপুজো কমিটি। চলতি বছরে সেখানে পুজোর থিম ছিল ‘বিশ্বাস’।

১৩ ১৩

বালিগঞ্জ কালচারালে নানা উচ্চ মানের শিল্পীরা এক সঙ্গে মণ্ডপকে সাজিয়ে তুলছেন। এবারের তাঁদের থিম ছিল 'আর এক আরম্ভের জন্য'। *এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অন্যান্য আরও ক্লাবের সঙ্গে এই ক্লাবগুলিও অংশগ্রহণ করতে চলেছে আজকের কার্নিভালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement