আবার প্রতীক্ষা শুরু দিন গোনার, দশমীর মন খারাপ জানান দেয় মায়ের বিদায়বেলার।
পুজোর পাঁচ দিনের হইহুল্লোড়, তারপর দশমী মানেই যেন মন খারাপের সময়।
ইচ্ছামতীতে প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে।
মা দুর্গাকে বিসর্জন দিয়ে, বাড়ি ফিরে বড়দের প্রণাম করে শুভ বিজয়া বলা আজও রীতি মেনে হয়ে আসছে ঘরে ঘরে।
বিজয়া দশমী মানেই বাড়িতে মিস্টি, নিমকি-সহ রকমারি খাবার। সঙ্গে লক্ষ্মী পুজো শুরুর আভাস।