Durga Puja 2022

ষষ্ঠীর শহরে উপচে পড়া ভিড় বাদামতলা আষাঢ় সঙ্ঘে

বাদামতলা আষাঢ় সঙ্ঘের এ বছরের ভাবনা ‘পদাঙ্ক।’

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ১৮:২৬
Share:

বাদামতলা আষাঢ় সঙ্ঘের এ বছরের ভাবনা ‘পদাঙ্ক’

দক্ষিণ কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজোগুলির একটি। যে সময়ে কলকাতায় থিমের রমরমা ছিল না তেমন, তখন থেকেই বাদামতলা আষাঢ় সঙ্ঘ থিমের পুজো করে আসছে। এ বার ৮৪ বছরে পা দিল তাদের উৎসব।প্রতি বছরই এই পুজোর মণ্ডপসজ্জা থেকে প্রতিমা, সবেতেই থাকে চমক। থাকে জনস্রোত। এ বছরও তার অন্যথা হচ্ছে না। চতুর্থী, পঞ্চমীতেই দর্শনার্থীদের ঢল ছিল চোখে পড়ার মতো।

Advertisement

বাদামতলা আষাঢ় সঙ্ঘের এ বছরের ভাবনা ‘পদাঙ্ক’

বাদামতলা আষাঢ় সঙ্ঘের এ বছরের ভাবনা ‘পদাঙ্ক।’ অর্থাৎ পায়ের ছাপ। মানুষের জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জার মধ্য দিয়ে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি অধ্যায়কে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী।

সম্পূর্ণ মণ্ডপ তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব সামগ্রীতে। অভিনবত্ব রয়েছে প্রতিমারও। উদ্যোক্তাদের বিশ্বাস, প্রতি বছরের মতো এ বারেও প্রতিমা, ভাবনা এবং মণ্ডপ সজ্জার টানে মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামবে। প্রতিমা দর্শনে ড্রাইভ ইন-এর ব্যবস্থাও রাখা হয়েছে।

Advertisement

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement