প্রতিমা তো প্রতি বছরই দেখেন। হয়তো কুমোরটুলিতেও পা রেখেছেন পাড়ার ঠাকুর আনার সময়ে। কোনও দিন কুমোরটুলি ঘাট দেখেছেন? পুজোয় কলকাতার নামী-দামি পুজো প্যান্ডেলে যাননি, এমনটা তো নয়। কিন্তু প্যান্ডেল বাঁধা সামনে দাঁড়িয়ে দেখেছেন কি?
অতিমারির দৌলতে শারদীয়ার এমনই সাত-সতেরো এই ২০২০-তে দেখে নিন অনলাইনে। আগামী ২২ অক্টোবর থেকে পুজোর গন্ধ বাংলায় ছড়িয়ে দিতে আসছে ‘৩৬০ ডিগ্রি পুজো পরিক্রমা’। নির্দিষ্ট দিন থেকে এনভে ডিজিটাল তাতে দেখাবে দুর্গাপুজোর খুঁটিনাটি। মোবাইলে, ল্যাপটপে, চাইলে ছোট পর্দাতেও মাস্ক, স্যানিটাইজার ছাড়াই আট থেকে আশির লাইভ প্যান্ডেল হপিং হতে পারে বাড়ি বসে।
আরও পড়ুন: স্লগ ওভারে ব্যাটে রান, খুশি কুমোরটুলি
কী কী দেখা যাবে? প্রতিদিন শহরের বাছাই করা ৫০টি মণ্ডপ দেখতে পাবেন স্ক্রিনে। তালিকায় উত্তরের ‘কাশী বোস লেন’ থেকে দক্ষিণের ‘বেহালা নতুন দল’- সবই রয়েছে। কোনও অ্যাপ নয়, প্রতিদিন পেটিএম-এ ৪৯৯ টাকা দিলেই এই ‘অগমেন্টেড পুজো ২০২০’ আপনার ঘরের চৌহদ্দিতে। পুজোর আবাহন থেকে বিসর্জনের পাশাপাশিই থাকবে ডিজিটাল ট্যালেন্ট হান্টও।