Behala Debdaru Fatak

দিন বদলের সূচনা এই মণ্ডপে

সতীদাহ প্রথা থেকে বাল্য বিবাহ বন্ধ করা বা বিধবা বিবাহ বন্ধ করা, সব কিছুই দিন বদলের সূচনা। ঠিক এই বিষয়গুলিকেই নিজেদের পুজো মণ্ডপে তুলে ধরছে এরা।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৬:২৭
Share:

আজকের দিনে বঙ্গসমাজ যতটা এগিয়ে যেতে পেরেছে তার পিছনে তাকালে অনেক সংগ্রাম দেখা যাবে। স্বাধীনতা সংগ্রামী হোক কিংবা সমাজ সংস্কারক প্রত্যেককেই আমাদের আজকের সুস্থ জীবন যাপনের কান্ডারী।

Advertisement

সতীদাহ প্রথা থেকে বাল্য বিবাহ বন্ধ করা বা বিধবা বিবাহ বন্ধ করে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সব কিছুই দিন বদলের সূচনা। ঠিক এই বিষয়গুলিকেই নিজেদের পুজো মণ্ডপে তুলে ধরছে, বেহালার দেবদারু ফটক সর্বজনীন।

১৯৭৩ সাল থেকে দেবী দুর্গার আরাধনায় এই ক্লাব নিয়োজিত। ১৯৯৮ সাল থেকেই এই দুর্গা উৎসব কমিটির থিম পুজো করতে শুরু করে। ৫১ তম বর্ষে এসে নিজেদের থিমের নাম তারা দিয়েছেন ‘প্রথাভাঙার লড়াই মানবিকতার লড়াই’।

Advertisement

এই থিমের পুজো মণ্ডপে প্লাইউড কাঠ বাঁশ ও প্রধানত হাতে আঁকা বিভিন্ন চিত্র দিয়ে সেজে উঠবে। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে এমনকি সাম্প্রতিককালের বিভিন্ন যুগান্তকারী ঘটনাও এই থিমের মাধ্যমে তুলে ধরা হবে।

প্রতিমার ক্ষেত্রে অবশ্য থাকছে সাবেকিয়ানা। তবে প্রতিমার সামনের কারুকার্য এন্টনি ফিরিঙ্গির করা দুর্গাপুজোর অনুযায়ী তৈরি করা হচ্ছে। আগামী সোমবার থেকে দর্শনার্থীরা এই পূজা মন্ডপ দেখতে পাবেন।‌

থিম শিল্পী- সুযোগ বন্দ্যোপাধ্যায় ও শুভাশিস মাইতি

প্রতিমা শিল্পী– পবিত্র বর্মন

যাবেন কী করে- মাঝেরহাট স্টেশন থেকে বেরিয়ে অটো করে বা বাস করে বেহালা ১৪ নম্বর বাস স্টপে নেমে সিগনালে নেমে রাস্তা পার করলেই এই পুজোর গেট শুরু হয়ে যাবে। একটু হাঁটলেই পুজো মন্ডপ।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement