হাওড়া কদমতলার ব্যাঁটরা ইউনিয়নের এইবারের পুজো ৯২ বছরের। তাঁদের ভাবনার নাম ‘মা দুর্গা’। এই থিমের সাহায্য তারা বাংলার গামছা শিল্পকে তুলে ধরছেন। মণ্ডপ তৈরি করা হচ্ছে মাদুর, গামছা দিয়ে। এই মাদুর, গামছার উপর থাকছে হাতের কাজ। ফুটিয়ে তোলা হচ্ছে মায়ের বিভিন্ন রুপ।
১৯৩১ সালে শুরু হয় এই পুজো। সাবেকিয়ানা ধরেই পুজো করে আসে এই ক্লাব। এইবার থিম ও পুরনো ঐতিহ্য মিলিয়ে পুজো করা হচ্ছে। পুরো মণ্ডপে থাকছে বাঁশ, বাটাম সহ গামছা ও মাদুর। পটচিত্রও থাকছে। এক মা সন্তানকে কীভাবে বড় করে তোলেন মাদুরের উপর হাতের কাজের মাধ্যমে তা দর্শকদের কাছে তুলে ধরা হবে। লাল-সাদা গামছা থাকছে। এ তো গেল ভিতরের চিত্র। বাইরের দিকেও থাকবে হাতের কাজ। প্রতিমার ক্ষেত্রে ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কুমোরটুলি থেকে প্রতিমা আনা হচ্ছে। ক্লাবের সদস্য অভিমুন্য দাস বলেন, ‘‘আমরা বরাবর সাবেকি ভাবেই পুজো করে আসছি। এবার থিমের পুজো করছি।’’
থিম শিল্পী : গৌতম পাখিরা
প্রতিমা শিল্পী : শ্রীদাম পাল
যাবেন কী করে : হাওড়া থেকে বেরিয়ে কদমতলাগামী বাস ধরে পাওয়ার হাউস মোড়ে নামতে হবে। সেখানে নামলেই পুজোর আলোর গেট শুরু হবে। একটু হেঁটে গেলেই এই পুজো
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।