ছটপুজো সূর্য দেবতা এবং ছঠি মাইয়ার পুজো। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ছটপুজোর গুরুত্ব অসীম।
বেদ অনুযায়ী, ছঠি মাইয়ার অপর নাম উষা। বলা হয় তিনি সূর্য দেবের ছোট বোন।
টানা চার দিন ধরে এই উৎসব পালিত হয়। সাধারণত ছটপুজো বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে পালিত হয়। কিন্তু জানেন কি ছট কথার অর্থ?
নেপালি, মৈথিলি এবং ভোজপুরি ভাষায় ছট শব্দের অর্থ ষষ্ঠ।
এই উৎসবটি কার্তিক মাসের ষষ্ঠ দিনে অনুষ্ঠিত হয় বলে এই পুজোর নাম ছটপুজো।
শব্দটি সংস্কৃত শব্দ ‘ষষ্ঠী’ থেকে উদ্ভূত।
শুক্ল পক্ষের চতুর্থী তিথি থেকে এই পুজো শুরু হয় এবং সপ্তমী তিথিতে শেষ হয়।
এটিই একমাত্র হিন্দু উৎসব এবং সম্ভবত পৃথিবীর একমাত্র উৎসব যেখানে উদীয়মান এবং অস্তগামী সূর্যকে আরাধনা করা হয়।
এই ছটপুজোর সবথেকে অনন্য বৈশিষ্ট্য হল এই পুজোয় কোনও মূর্তির অথবা প্রতিমার পুজো করা হয় না। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।