মাত্র একদিনের অপেক্ষা। এর পরেই শুরু বাঙালির আলোর উৎসব কালীপুজো ও দীপাবলি। এই দিন অনেকেই রাত জেগে পুজো দেন দেবীকে তুষ্ট করার জন্য।
অনেকে বাড়িতেই পুজো করেন। কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। তবে বাড়িতে পুজো না করেও কিন্তু দেবীকে তুষ্ট করতে পারেন আপনি। জেনে নিন কী ভাবে।
কালীপুজোর দিন উপোস করে অঞ্জলি দিন। উপোস ভাঙার সময়ে আগে ফল খান। আর পরদিন আমিষ খাবার একদমই খাবেন না।
কালী ঠাকুরের প্রিয় লাল চেলি, সিঁদুর এবং লাল জবা দিয়ে দেবীকে পুজো দিন।
পুজোর পর ওই লাল চেলি, সিঁদুর বাড়ির আলমারি বা সুরক্ষিত স্থানে রেখে দিন। এতে আপনার অর্থাভাব দূর হবে।
সন্তানের মঙ্গলের জন্য মা কালীর পুজোয় আপেল, আলুবোখরা কিংবা চেরি দিন। এতে সন্তানের চাকরি ক্ষেত্র, লেখাপড়া প্রভৃতির উন্নতি সাধন হয়।
কালীপুজোর দিন কৃষ্ণনাম এবং শিবের আরাধনা করুন। এতে সংসারের উন্নতি হবে।
কালীপুজোর রাতে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। সারা রাত যাতে প্রদীপ জ্বলে, খেয়াল রাখুন সে দিকে। এতে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ