Bijaya dashami astro tips

দশমীতে এই দুই গাছের পুজো করলে জাদুকরী উপকার! জীবনে সুখ-সমৃদ্ধি ও ধনপ্রাপ্তির জোয়ার

পুরাণ অনুযায়ী, দশমীর দিনে দু'টি গাছ আছে যেই দু'টি গাছের পুজো করলে জীবনে ভাল ফল পাওয়া যায়। আজ এই দু'টি গাছ নিয়ে জেনে নিন।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১৫:০২
Share:
০১ ০৮

বিজয় দশমী মানেই উমাকে চোখের জলে বিদায় দেওয়ার পালা। হিন্দু ধর্ম অনুসারে, এই দিন দুর্গপুজো বা নবরাত্রির শেষ দিন এবং দেবী দুর্গার বিসর্জন। আবার আগামী বছরের জন্য অপেক্ষা শুরু।

০২ ০৮

বিভিন্ন জায়গায় অশুভকে বিনাশ করতে আজকের দিনে রাবণ দহন করা হয়। আর প্রার্থনা করা হয়, যেন সুখ-সমৃদ্ধি এবং শান্তি সব সময় বিরাজমান থাকে।

Advertisement
০৩ ০৮

পুরাণ অনুযায়ী, দশমীর দিনে দু'টি গাছ আছে যেই দু'টি গাছের পুজো করলে জীবনে ভাল ফল পাওয়া যায়। আজ এই দু'টি গাছ নিয়ে জেনে নিন।

০৪ ০৮

শমী গাছ: শমী গাছের পাতা ও ফুল দেবী দুর্গার পুজোতে ব্যবহৃত হয়। বিশেষ করে বিজয়া দশমীর দিন, শমী গাছকে পূজা করা হয় এবং এর পাতা দিয়ে শত্রুনাশ ও ধনপ্রাপ্তির প্রার্থনা করা হয়। গাছটি শত্রুর বিরুদ্ধে শক্তি ও প্রতিরক্ষার প্রতীক হিসেবে গণ্য হয়।

০৫ ০৮

শমী গাছ, যা 'শিমল' নামেও পরিচিত, একটি পবিত্র গাছ হিসেবে বিবেচিত। এটি ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে হিন্দু ধর্মে। এই গাছটি সাধারণত শুকনো ও অর্ধ-শুকনো অঞ্চলে জন্মায় এবং এর পরিচিতি রয়েছে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী গাছ হিসেবে।

০৬ ০৮

শমী গাছ হিন্দু সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে এবং শত্রুনাশ, ধনপ্রাপ্তি ও সমৃদ্ধির জন্য এটি বিশেষভাবে পূজিত হয়। এই গাছের প্রতি শ্রদ্ধা ও পূজা, আপনার জীবনে শুভ ও সমৃদ্ধি আনতে পারে।

০৭ ০৮

অপরাজিতা: অপরাজিতা গাছের ফুলকে সাধারণত দেবী কালী ও অন্যান্য দেবীর পুজোয় ব্যবহার করা হয়। এটি অমরত্ব ও শাশ্বত জীবনের প্রতীক হিসেবে বিবেচিত।

০৮ ০৮

গাছটি সমৃদ্ধি এবং সাফল্যের জন্যও পূজিত হয়। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে এবং বিভিন্ন ধর্মীয় উৎসবে অপরাজিতা ফুলের ব্যবহার দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement