নব রূপে ওড়িশার কালী
দেখতে অবিকল জগন্নাথ দেবের মতো। ওড়িশার কালীপুজোয় দেবীর সাজ নাকি হয় এমনই। প্রথাগত সেই সাজকেই লেন্সবন্দি করলেন সৌম্য সিংহ। মডেল স্নেহা রায়নন্দী এবং রূপটানে সাহেব দেবনাথ।
বলা হয়, রুদ্রায়মালা, ব্রহ্মাময়মালা , কালিকাপুরাণ, তন্ত্রমালার মতো তান্ত্রিক গ্রন্থে জগন্নাথ দেবকে কালী রূপে পুজো করা হয়। ওড়িশার উপকুল পেরিয়ে সেই প্রথাই এখন বিশেষ জনপ্রিয় হয়ে উঠছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। প্রভু জগন্নাথকে এখানে বীজ মন্ত্র ক্লিম দিয়ে পুজো করা হয়। তাঁকে অধিষ্ঠিত করা হয় কালী যন্ত্রে।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।