আদ্যাশক্তি মহামায়া এখানে করালবদনী। কৃষ্ণবর্ণ শুষ্ক শরীর, রাঙা জবার মতো চোখ, আলুলায়িত কেশ। তাণ্ডবরত দেবী এখানে প্রলয়রূপী, তাঁর লেলিহান জিহ্বায় ধ্বংসের করাল ছায়া। বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনিই সৃষ্টিকর্ত্রী, আবার তাঁর হাতেই ধ্বংসের চাবিকাঠি। এই দেবীর অধিষ্ঠান শ্মশান। তাই তিনি শ্মশানকালী। সেখানেই করালবদনীর বিচরণ ক্ষেত্র।
পৃথিবীকে পাপমুক্ত করতে জেগে ওঠেন শ্মশানকালী, তাঁর নৃত্যরত রুদ্ররূপে ভস্মীভুত হয় পাপের বীজ। শান্ত হয় পৃথিবী। শ্মশান কালী রূপে: শর্মী সাহাছবি: সৌম্য সিংহরূপটান: তন্বী সরকারসহায়তা : মৃন্ময় সাধু
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।