ঘর সেজে উঠুক পুজোর সময়ে
একটা সময় ছিল যখন, প্রত্যেক বৃহস্পতিবারে উঠোন ধুয়ে, সুন্দর করে সেখানে আলপনা দিয়ে লক্ষ্মীর চরণ এঁকে দিতেন বাড়ির এয়ো'রা।
শুধু পুজো বলে নয়, পরিষ্কার সুসজ্জিত বাড়িতে লক্ষ্মীর বাস – এমনটাই এখনও মনে করেন অনেকে। সে ভাবনা বাদ দিলেও সুন্দর সাজানো গোছানো বাড়ি মানেই মন ভাল করে দেয়, এ কথা তো সত্যি!
প্রসঙ্গটা হল ঘর গোছানো। অধিকাংশেরই ধারণা ঘর গোছানো মানেই নিত্য নতুন জিনিস কেনা, পুরনোকে সরিয়ে। কিন্তু তার বদলে পুরনোকেই যদি নতুন করে নেওয়া যায়?
ফ্রেম ওয়ার্ক
ছোটবেলায় ছবি আঁকতেন? কাজের চাপে চর্চা নেই? তা হলে আজই শুরু করুন। নিজের আঁকা ছবি দিয়েই সাজান ঘর। আগেকার দিনে মা–ঠাকুমারা সেলাই করে বিভিন্ন আসন, টেবিল ক্লথ ইত্যাদি বানাতেন। পুরনো ট্রাঙ্ক খুঁজলে কয়েকটা হয়তো পেয়ে যেতে পারেন। সেগুলির যেটুকু এখনও ভাল আছে সেটিকে সুন্দর ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে লাগাতে পারেন। ঐতিহ্যও বেঁচে রইল, আবার ঘরও সুন্দর হল। এ ছাড়া বিভিন্ন আর্ট ওয়ার্ক আছে, যা দিয়ে আপনি ঘর সাজাতে পারেন সুন্দর করে।
হাতে আঁকা ছবি
রং বাহার
ঘরের রং গৃহসজ্জার অন্যতম অংশ। প্রতি বছর বাড়ি রং করানো প্রায় অসম্ভব। তাই প্রথমেই এমন রং পছন্দ করুন যেগুলি খুব সাধারণ এবং মূলত প্যাস্টেল শেডের। পরিবর্তন আনতে ঘরের একটা দেওয়ালে ওয়ালপেপার ব্যবহার করতে পারেন, যা সহজেই বদলানো সম্ভব। মনের উপরে রঙের প্রভাব অনেকখানি। তাই ঘরের পর্দা, পাপোশ, সোফার কুশন, বিছানার চাদর যথাসম্ভব রঙিন রাখুন এবং একাধিক মজুত রাখুন বাড়িতে। আমেজ অনুযায়ী রং পাল্টে নিতে পারবেন সহজেই।
অবশ্য ঘরের দেওয়াল রঙিন হলে চেষ্টা করবেন অন্দরসজ্জার জিনিসগুলোকে নিউট্রাল টোনে রাখতে। সাদা, বেজ, অফ হোয়াইট ইত্যাদি রং হলে ভাল হয়।
রঙিন পর্দা
দিক বদল
বাড়ির আসবাবপত্রে কয়েক বছর অন্তর একটু রদবদল করুন। তাতে অন্দরমহলের পটপরিবর্তন হবে। ফ্ল্যাটবাড়িতে এটি হয়ত অসুবিধার, সেই ক্ষেত্রে চেষ্টা করুন প্রয়োজন অনুযায়ী আসবাবপত্র কিনতে। কাঠের আসবাব থাকলে পালিশ করিয়ে নিন। কয়েকটি ফুলদানি রাখুন বিভিন্ন জায়গায়। তাতে থাক তাজা ফুলের সুবাস।
বাহারি দেওয়াল
পরিবেশ-উপযোগী জিনিস
ঘর সাজানোয় প্রকৃতির অবদান অনেকটাই। তাই তাকে যত্ন করার দায় আমাদেরই। ঘরে নানা রকমের গাছ রাখলে প্রকৃতির প্রতি যেমন দায়িত্ব পালন করা হয়, তেমন ঘরের বাহারও বাড়ে যথেষ্টই। বাড়ির ছোট বারান্দা, বসার ঘর, ডাইনিং টেবিল, পড়ার ঘর, অফিসের কোণ – সব জায়গাতেই মানানসই গাছ লাগাতে পারেন।
আলো ও সবুজ পাতায় সাজুক ঘর
ফুল ও আলো
বাড়িতে পুজোর আমেজ আনতে চাইলে ফুলের চেয়ে ভাল আর কিছু নেই। তবে, সব সময়েই যে দামি অর্কিড দিয়েই সাজাতে হবে, তার কোনও মানে নেই। দরকার হলে কুচো ফুল ও আবির দিয়ে রঙ্গোলি বা আল্পনা আঁকুন বাড়ির নানা অংশে। প্রদীপ বা মোমবাতি জ্বালান সঙ্গে। ইদানিং কত রকমের আলো পাওয়া যায়। দামও কম। জ্বালিয়ে দিন ঘরে। পুজোর গন্ধ ছড়াবেই!
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ