Sreelekha Mitra home decor

জানলায় মেঘ রোদ্দুর খেলা, গাছ ও সারমেয়র সহাবস্থান, শ্রীলেখা মিত্রের অন্দরমহল কেমন?

সকালের আকাশ দেখতে শ্রীলেখা বেছে নিয়েছেন এই জানলাটি। এটি তাঁর নিজের ঘর। পর্দা সরালেই রোদ-বৃষ্টির খেলা। এই টেবিলটিতে অভিনেত্রী লেখালেখি ও পড়াশোনা করেন।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ০২:৪২
Share:
০১ ১১

পুজো মানেই শারদ-আমেজ মাখে বাঙালির ঘরদোর। তারকাদের বাড়ির অন্দরসজ্জা নিয়ে বরাবরই কৌতূহলের অন্ত থাকে না অনুরাগীদের। আনন্দবাজার অনলাইনে তাই ধরা দিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সুখী গৃহকোণ।

০২ ১১

ফ্ল্যাটের প্রবেশপথে রয়েছে গাছের সারি, যা গৃহসজ্জার সৌন্দর্য বৃদ্ধি করেছে।

Advertisement
০৩ ১১

সকালের আকাশ দেখতে শ্রীলেখা বেছে নিয়েছেন এই জানলাটি। এটি তাঁর নিজের ঘর। পর্দা সরালেই রোদ-বৃষ্টির খেলা। এই টেবিলটিতে অভিনেত্রী লেখালেখি ও পড়াশোনা করেন।

০৪ ১১

পোষ্য সারমেয়দের নিয়ে দিব্যি দিন কাটে অভিনেত্রীর। বিছানা-বালিশ সব কিছুর অধিকার তাদেরই।

০৫ ১১

ছিমছাম ও পরিপাটি রান্নাঘর মনে এনে দেয় প্রশান্তি।

০৬ ১১

ড্রয়িং রুমের একটি কোণ, অনায়াসেই এখানে বসে বেলা গড়িয়ে সন্ধ্যে নেমে যাবে

০৭ ১১

অভিনেত্রীর বাড়িতে এই ঘরটি তাঁর মেয়ের। পশ্চিমের এই জানলা দিয়ে ভারী সুন্দর সূর্যাস্ত দেখা যায়।

০৮ ১১

পর্দা এবং কুশন অন্দরসজ্জায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেওয়ালে রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে সোফা কাম বেডের জন্য কুশন বেছেছেন অভিনেত্রী।

০৯ ১১

শ্রীলেখার অন্যতম প্রিয় জায়গা এই সাজঘর। এখানে বসে অভিনেত্রী রূপটানে হয়ে ওঠেন ক্যামেরা-রেডি।

১০ ১১

বাড়ির ভিতরে করিডরে খেলে বেড়ায় সারমেয়রা। গাছ ও সারমেয়দের যথার্থ মেলবন্ধনের ঠিকানা অভিনেত্রী শ্রীলেখা মিত্রের এই অন্দরমহল।

১১ ১১

ছাদ বারান্দায় সারি সারি গাছ যেন ছায়া সুনিবিড় শান্তির নীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement