শাহরুখ খানের বাড়ি 'মন্নত' অনেকেই দেখেছেন হয়তো। মুম্বইবাসী থেকে পর্যটক, সকলেই এক বার আসতে দেখে আসতে চান প্রিয় প্রাসাদের চেহারা। কিন্তু 'মন্নত'-এর অন্দরসজ্জা কেমন জানেন কি? তার আদলে আপনার সাধের বাড়িও যদি সেজে ওঠে এই পুজোয়? স্বপ্ন দেখতে ক্ষতি কী! শাহরুখের প্রাসাদের ভিতরে এক পা-ও না ভাল চলুন জেনে নিই কেমন তার অন্দর। হদিস দিচ্ছে আনন্দবাজার অনলাইন।
'মন্নত'-এর আগের নাম ছিল 'ভিলা ভিয়েনা'। যেটি শাহরুখ কিনেছিলেন নারিমান কে দুবাস নামে এক ব্যক্তির কাছ থেকে। তিনি 'বাই খোরশেদ বানু সঞ্জনা ট্রাস্ট'-এর এক অন্যতম ট্রাস্টি।
১৯৯৭ সালে জুহি চাওলার সঙ্গে শাহরুখ 'ইয়েস বস' ছবিটির শ্যুটিং করেছিলেন এই বাড়িতেই। তখন বাড়িটা শাহরুখের এত পছন্দ হয়ে গিয়েছিল যে, চার বছর পরেই ২০০১ সালে ১৩ কোটি ৩২ লাখ টাকায় তা কিনে নেন তিনি।
সেই বাড়িই আজকের 'মন্নত', ২০২৩ সালে যার বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ২০০ কোটি টাকায়। 'ভিলা ভিয়েনা' নাম পাল্টে 'মন্নত' হয়েছে ২০০৫ সালে। মুম্বইয়ের পশ্চিম শহরতলির ব্যান্ডস্ট্যান্ডের বিত্তশালী পাড়ায় শাহরুখের বাড়ি। অনেক বছর ধরে কেবলমাত্র মুম্বই নয়, গোটা ভারতের কাছেই এটি অবশ্য দ্রষ্টব্য।
নিজের জন্মদিন ও ইদের দিনে শাহরুখ 'মন্নত'-এর বিখ্যাত ব্যালকনিতে এসে অগণিত ভক্তকে দর্শন দেন। তবে ভাগ্যে থাকলে অন্য কোনও দিনও তাঁর দেখা মিলে পারে পারে। যে আকুল আশায় 'মন্নত'-এর ২০ ফুট দূরে ঠিক উল্টো দিকে আরব সাগরের পাঁচিলের উপরে বছরভর সকাল-সন্ধেয় সাত থেকে সত্তরের শত শত মানুষ বসে থাকেন। যদি শাহরুখকে একটি বারের জন্যও 'মন্নত'-এ ঢুকতে-বেরোতে দেখা যায়! অনেকেই এই প্রাসাদোপম বাড়ির ২৪ ঘণ্টা বন্ধ সুদৃশ্য লোহার ফটকের সামনে দাঁড়িয়ে সেলফি তোলেন।
২৬ হাজার ৩২৮ বর্গফুটের এই বিশালাকার বাড়িতে অন্তত ২৫০ জন মানুষ দিব্যি থাকতে পারেন। সেখানে শাহরুখরা সাকুল্যে থাকেন ২৪ জন লোক। শাহরুখ, স্ত্রী গৌরী, তাঁদের তিন সন্তান সুহানা, আরিয়ান, আব্রাম, শাহরুখের ছোটবোন শেহনাজ, এবং মেকআপম্যান, সহকারী, রাঁধুনি, মালি, নিরাপত্তাকর্মী, দেহরক্ষী মিলে আরও ১৮ জন।
‘মন্নত’ বিশ্বের সবচেয়ে দামি ১০টি বাড়ির মধ্যে একটি। ভিতরে রয়েছে বাগান, বক্সিং রিং, টেনিস কোর্ট, সুইমিং পুল, জিমন্যাসিয়াম, টেবল টেনিস, বিলিয়ার্ডস, পুল গেম-এর আলাদা আলাদা ঘর।
এ ছাড়াও 'মন্নত'-এ আছে বেশ অনেকগুলো বেডরুম, ড্রইংরুম, একটি বিরাট লাইব্রেরি, হোম শাহরুখের এবং শাহরুখের অফিস ঘর। গোটা বাড়ির অন্দরমহল গত শতকের বিশ দশকের ইতালীয় স্থাপত্যকলা, ক্লাসিক্যাল উপাদানে সাজানো। এক দশক ধরে আর্কিটেক্ট-ডিজাইনার কইফ ফাকুইহ্ ছ'তলা 'মন্নত'-এর প্রতিটি তলের অন্দরসজ্জা করেছেন।
জনপ্রিয় পত্রিকা ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদে একাধিক বার 'মন্নত'-এর ছবি বেরিয়েছে। কিন্তু এই প্রথম ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদে ঠাঁই পেয়েছে শাহরুখের প্রাসাদের অন্দরমহলের ছবিও!
শাহরুখের ২০০ কোটি দামের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক ভাবেই অত্যন্ত উন্নত। তাও স্বয়ং শাহরুখ নিয়ম ভেঙে সম্প্রতি 'মন্নত'-এ একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন। জুতো ও প্রসাধনীর বিজ্ঞাপনের শ্যুটিং। তাতে শাহরুখের 'নায়িকা' ছিলেন গৌরী!এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।