কালী পুজোর আগে ঘর সাজাচ্ছেন। নতুন ভাবে সাজিয়ে তুলতে পারেন আপনার টিভি রাখার জায়গাটিও। এই প্রতিবেদনে রইল আপনার জন্য কিছু ট্রেন্ডিং টিভি ইউনিট ডিজাইনের হদিস। আলোর চমকে সেজে উঠুক আপনার টিভি রাখার জায়গাটি।
হালকা বেজ রঙা আলোয় তৈরি হবে মায়াবি পরিবেশ। সঙ্গে রাখতে পারেন দু-একটি গাছ।থ্রি ডি ওয়াল মাউন্টটি আপনাকে দেবে একটি মনোরম ব্যাকগ্রাউন্ড। জিনিসপত্র রাখার জন্য পাশে একটি সিঁড়ির মতো স্ট্যান্ড বসাতে পারেন।
ওয়াল মাউন্ট করাতে না চাইলে ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারের কথাও ভাবতে পারেন। কম বাজেটে টিভি ইউনিটের এই লুক করতে পারে বাজিমাত। প্রয়োজনে লাগাতে পারেন উডেন বা প্যাটার্ন ওয়াল পেপারও।
এই ধরনের ৩৬০ ডিগ্রি টিভি মাউন্টে সুবিধা হল আপনি এটিকে আপনার ইচ্ছা ও প্রয়োজন মতো দিকে ঘুরিয়ে নিতে পারবেন। যাদের বাড়িতে রান্নাঘর, বসার ঘর পাশাপাশি তাদের জন্য এটি খুব উপযোগী।
কাঠ দিয়েও বানাতে পারেন আপনার টিভি রাখার জায়গাটি। চিরাচরিত এই টিভি ইউনিটের নীচের দিকে রাখতে পারেন একটি বইয়ের তাক।
ডিজাইন করা ব্যাকগ্রাউন্ডের উপর লাগাতে পারেন আপনার টিভি। নীচে রাখতে পারেন একটি মাল্টি স্টেয়ার্ড ডেস্ক। পাশে রাখা যায় সাউন্ড বক্স।
আপনার টিভি ইউনিটটিতে থাকতে পারে একাধিক কাবার্ড। পাশে থাকতে পারে একটি মাল্টি স্টেয়ার্ড ডেস্ক। প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এই কাবার্ড এর মধ্যে। ডেস্কটি সাজিয়ে তুলুন গাছ বা বইপত্র দিয়ে।
আপনার টিভি ইউনিটটিকে সাজাতে পারেন একটি শেলফের মতো করেও।তিন দিকে থাকতে পারে কভার অথবা কভার ছাড়া শেলফ। মাঝখানে ডিজাইন করা ব্যাকগ্রাউন্ডের উপরে লাগাতে পারেন টিভি। এতে অল্প জায়গায় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতেও সুবিধা হবে।
যদি আপনার টিভি ইউনিটটি হয় আপনার শোবার ঘরে, তবে সাজাতে পারেন এ ভাবেও। সঙ্গে রাখুন ডিজাইন লাইট।
বেশি চকচকে অপছন্দের? ইউনিটটি সাজিয়ে তুলতে পারেন এ ভাবে। এটি দেখতে সাধারণ অথচ সুন্দর।