Durga Puja 2022

নিজের অন্দর সাজিয়ে তুলুন শাহিদ কপূরের বাড়ির মতো সাজে

তারকাদের বাড়ি সব সময়েই থাকে কৌতূহলের কেন্দ্রবিন্দু। অভিনব আসবাব থেকে ছবি, সব কিছু দিয়েই তাঁরা ছবির মতো সাজিয়ে তোলেন নিজেদের অন্দরমহল।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৫
Share:
০১ ১৭

বলিউডের চকোলেট বয় শাহিদ কপূর। তিনিই একাধিক প্রেমের পরে এখন বিয়ে করে চুটিয়ে সংসারে মত্ত। সঙ্গে কাজ তো আছেই।

০২ ১৭

২০১৮ সালে মুম্বইয়ে জুহুর কাছে একটি বিলাসবহুল বাড়ি কেনেন শাহিদ। নাম ‘ওয়ার্লি’।এখন সেখানেই সপরিবার থাকেন বলি তারকা।

Advertisement
০৩ ১৭

তার আগে স্ত্রী মীরা রাজপুত ও দুই সন্তানকে নিয়ে ‘প্রানেটা’ অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি।

০৪ ১৭

এ বার পুজোয় আপনিও কি চান শাহিদের বাড়ির মতো করে সেজে উঠুক আপনার ঘরও? তবে দেখে নিন নায়কের অন্দরমহলের ছবি।

০৫ ১৭

এই বিলাসবহুল বাড়িটিতে আগে শাহিদ থাকতেন। এই ‘প্রানেটা’ অ্যাপার্টমেন্টে এই নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন বলি তারকা।

০৬ ১৭

তার পরে ২০১৮ সালে এই ‘ওয়ার্লি’ অ্যাপার্টমেন্ট কেনেন শাহিদ। ৬৬ কোটি টাকায় এই জমকালো বাড়িটি কিনেছিলেন অভিনেতা।

০৭ ১৭

বাড়িটি প্রায় ৪২৭.৯৮ বর্গমিটার জায়গা জুড়ে তৈরি। জানা গিয়েছে, ভিতরে একটি সাজানোগোছানো বাগানও করেছেন শাহিদ।

০৮ ১৭

আলো-আঁধারি বসার ঘর। গাঢ় সবুজ রঙের দেওয়াল। উপর থেকে টিমটিমে আলো ফোকাস করে রাখা। পুজোয় এ ভাবে নিজের বাড়িতেও তৈরি করে নিতে পারেন মায়াবি পরিবেশ।

০৯ ১৭

শহিদের বাড়ির এই রান্না ঘর দেখেই বুঝতে পারছেন কতটা আধুনিক প্রযুক্তিতে মোড়া। শহিদ এবং মীরা যে বেশ স্বাস্থ্যসচেতন, তা বলে দেয় টেবিল ও ফ্রিজের উপরে রাখা হেলথ ড্রিঙ্কগুলোই।

১০ ১৭

হাত-পা ছড়িয়ে একটু আরাম করতে চাইলে এ রকম বসার আসবাব বাড়িতে রাখতেই পারেন। দেখতেও অভিনব, আরামদায়কও বটে।

১১ ১৭

ছবি নাকি হাজার কথা বলে। আর এ রকম একটি অভিনব ছবি, যার নামই ‘ হ্যপিনেস’, তা বাড়িতে থাকলে চারপাশটা তো প্রাণবন্ত হয়ে উঠবেই। পুজোয় আপনিও ঘরে লাগিয়ে দেখুন না এ রকম একটা ছবি!

১২ ১৭

শহিদের বাড়িতে খাবার টেবিলের একটি অংশ। শহিদ ও মীরা দু’জনেই অবশ্য নিরামিষশাষী।

১৩ ১৭

আরও একটি সুন্দর ছবির সামনে দাঁড়িয়ে মীরা।

১৪ ১৭

বাড়িতে সন্তানদের জন্য রয়েছে আলাদা প্লে গ্রাউন্ড। সময় পেলে এই প্লে গ্রাউন্ডে সন্তানদের সঙ্গে সময় কাটান শহিদ কপুরও।

১৫ ১৭

জিম করতে ব্যস্ত শহিদ কপুর। দিন শুরুর বেশ কিছু ঘণ্টা এখানেই কেটে যায় তাঁর।

১৬ ১৭

নানা ধরনের সূক্ষ্ম শিল্পকর্ম ও আসবাবে সাজানো গোটা বাড়ি। পুজোয় এ ধরনের নিজের বাড়িকে অন্য রকম করে তুলতে পারেন আপনিও।

১৭ ১৭

বছরভরের ব্যস্ততা পেরিয়ে এই পুজোর দিনগুলিতে নিজের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের বাড়িরও যত্ন নেন সকলেই। তারকাদের অন্দরমহলের সাজে সেজে উঠুক না আপনার চেনা বাড়িটাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement