Durga Puja 2020

মন থাকবে সতেজ, বাড়ির বাগানে সহজেই হবে এই সব ফল

বাড়ির সামনের বাগানে, ফ্ল্যাটের বারান্দায়, সামনের টেরেসে কিম্বা বাড়ির ছাদে কীভাবে বানাবেন বাগান? রইল তারই হদিস

Advertisement

সুদীপ ভট্টাচার্য

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৭:০০
Share:

বাড়িতে অনেকদিন আটকে থাকা কতটা কষ্টদায়ক আমরা দেখেছি। সত্যি কথা বলতে কি অফিশিয়াল বা খুব দরকারি কাজ ছাড়া কেউ এখন বাইরে বেরই না। ফিরে এসে চার দেওয়ালের ঘেরাটোপ। আড্ডা প্রধানত বাড়িতে কিম্বা ভার্চুয়ালি। তাই সৃষ্টিশীল কাজেই মন ভাল রাখতে চেষ্টা করেছেন অনেকে।

Advertisement

বাড়ির সামনের বাগানে, ফ্ল্যাটের বারান্দায়, সামনের টেরেসে কিম্বা বাড়ির ছাদেতে বাগান বানানোর শখ এখন অনেকেই শুরু করেছেন।জনপ্রিয় ইন্ডোর প্ল্যান্ট, যেমন এরিকা পাম, মানি প্ল্যান্ট, জারভেরা, চাইনিজ এভারগ্রিন, স্নেক প্ল্যান্ট এমন নানা গাছ তো আছেই। এগুলি প্রায় প্রতি বাড়িতেই থাকে। তার বাইরে গিয়েও ছোট মনের মতো বাগান বানাতে অনেকের ভাল লাগে।

কী কী গাছ করা যেতে পারে?

Advertisement

লেবু- অনেক প্রকারভেদ রয়েছে। বড় টবে কামকট, কমলা, মুসম্বি থেকে শুরু করে পাতি লেবু, গন্ধরাজ, এমনকি কাগজি লেবুরও চাষ করা যায়। টবে বাতাবি গাছ পর্যন্ত হয়।

আরও পড়ুন: এই সব উপায়ে বাড়িতেই বানিয়ে ফেলুন বইঘর

ফ্ল্যাটের বারান্দায় কিম্বা ঘরের ভেতরেই লাগিয়ে ফেলুন ইন্ডোর প্ল্যান্ট।ছবি :শাটার স্টক।

কমলা বা মুসম্বি সাধারণত টক হয়। সমস্যাটা মাটি এবং আবহাওয়ার। তবে দেখতে বড় সুন্দর। ছাদে বা নীচের বাগানে মাটির মধ্যে পুঁততে পারলে গাছ গুলো বেশ বড় হয়, এবং অনেক ফল ধরে। একবার ভাবুন তো, খেতে বসেছেন আপনি। হঠাৎ ইচ্ছে হল ভাতের সঙ্গে লেবু মেখে খাবেন।

আরও পড়ুন: পুজোর আগে বাড়িতেই বানিয়ে ফেলুন মিনি জিম, কী করতে হবে?

ইচ্ছে হলেই তো হয় না, পাবেন কোথায়? এই সময় যদি নিজেরই যদি একটা লেবু গাছ থাকত? ঠিক তাই, নিজের গাছ থেকে লেবু নিয়ে এসে খাওয়ার স্বাদই আলাদা।

এই সময়ে রোগ প্রতিরোধ শক্তি বাড়াবার দিকে সকলে জোর দিচ্ছেন। ভিটামিন সি নিয়মিত চাই। সেক্ষেত্রে লেবু গাছের চাষ বাড়ির বাগানে বা টবে বেশ ভালো হয়। বাড়ির টাটকা গন্ধরাজ লেবুর পাতা পান্তা ভাতে ভিজিয়ে কিংবা ডালে দিয়ে খেলে সে গন্ধ তো অমৃত।

এ ছাড়াও ড্রাগন ফলের চাষ হচ্ছে শহরের টবে টবে। এটি একধরনের ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। চিন, মালয়েশিয়া, তাইল্যান্ড ইত্যাদি দেশে এই ফলের চাষ খুব বেশি। এ দেশেও ক্রমশ ড্রাগন ফলের চাষ বাড়ছে।

আর পড়ুন: শরতের মিঠে রোদে ঘরে আসুক পুজোর গন্ধ

খেতে কিংবা বাড়ির ছাদেও এই ফলের চাষ হয়। একটু বড় মাপের টব হলেই হয়। খুব বেশি যত্ন করারদরকার হয় না।

একসঙ্গে পাশাপাশি তিন চারটে গাছ পুঁতে দেওয়া যায়। গাছের জন্য ভিত চাই। একটা গাছে অসংখ্য (১০০-র কাছাকাছি ) ফল পর্যন্ত হতে পারে। অত্যন্ত উপকারী এই ফল, খেতেও সুস্বাদু।

শুধু ছাদ বা বাড়ির পাশে বাগান নয়, বাড়ির ছোট্ট বারান্দাতেও এই ফলের গাছ লাগানো যায়। আরও অনেক কিছু লাগানো যায়। ফল বা ফুল, কিংবা আনাজপাতি, বাড়িতে গাছ লাগালে পরিবেশ বদলে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement