Ananda Utsav 2019

রং, আসবাব ও মেঝের কেরামতিতে এ ভাবেই খুলবে ঘরের সাজ

মেঝে, রং আর আসবাবের দিকে খেয়াল রাখলেই ঘর হয়ে উঠবে মনোরম।

Advertisement

সুদীপ ভট্টাচার্য

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৪
Share:

গৃহের অন্দর সজ্দা

গোছগাছ করে পরিষ্কার রাখলে বা রং করলেই ঘর সাজানো শেষ হয়ে যায় না। ঘরের সাজগোজে সবচেয়ে বেশি প্রয়োজন অন্দরসজ্জা। নকশা থেকে শুরু করে অন্দরের জিনিসপত্র— ঘরের যত্নে এগুলোকেও রাখতে হবে মাথায়।

Advertisement

অন্দরসজ্জায় সকলের শুরুতে সবচেয়ে বেশি ভাবতে হয় অন্দরসজ্জার জিনিসপত্র নিয়ে। ঘরের মেঝে থেকে আসবাবপত্র, দেওয়ালের রং থেকে জানালার পর্দা সব কিছুই কী দিয়ে তৈরি হচ্ছে তার উপরেই সামিগ্রিক সৌন্দর্যবোধ নির্ভর করে। তাই মেঝে, রং আর আসবাবের দিকে খেয়াল রাখলেই ঘর হয়ে উঠবে মনোরম।

মেঝে: ঘরের অন্দরসাজকে পাল্টে ফেলতে গেলে প্রথমেই মেঝের কথা ভাবুন। মেঝেকে নানা ভাবে সাজিয়ে তোলা যায়। সিরামিক টাইলস থেকে মার্বেল, কাঠের মেঝে থেকে গ্রানাইট নানা উপকরণেই মেঝের রূপ ফেরানো যায়। তা বলে যেখানে সেখানে যে কোনও মেঝে লাগিয়ে দিলেই হল না, তার কোথায় কী ধরনের মেঝে প্রয়োজন, তার বাস্তববোধও থাকা জরুরি।

Advertisement

আরও পড়ুন :স্তম্ভই ধরে রাখে ঘর, কেমন হবে তার আধুনিক নকশা

সম্পূর্ণ কাঠের মেঝে কিম্বা কম্পোজড কাঠের মেঝে কোনও ঘরে লাগানোর আগে সেই ঘরটির মেঝে এবং আবহাওয়াও দেখে নেওয়া প্রয়োজন। স্যাঁতসেঁতে ঘর কিংবা ভেজা ভেজা ঘরে কাঠের মেঝে একেবারেই নয়। বাথরুমে যেমন মার্বেল ব্যবহারটাই সবচেয়ে ভাল। বাথরুম শুকনো রাখতে বাথরুমের মেঝেয় রাস্টিক বা রাফ টাইলস লাগানো যেতে পারে। যে ধরনের মেঝে বাথরুমকে পিচ্ছিল করে দিতে পারে তা এড়িয়ে চলাই ভাল।



আসবাবপত্র: এর জন্য খুব সহজ পছন্দ এখন প্লাইউড। দামেও যুক্তিগ্রাহ্য এবং সৌন্দর্যও মন ভাল করা। প্লাইউড দিয়ে আসবাব বানালে দেখতেও সুন্দর লাগে এবং অনেক ভাবেই সাজিয়ে তোলা যায়। প্লাইউডের উপরে ল্যামিনেশন কিংবা পকেটের রেঁস্ত বেশি থাকলে প্লাইউডের উপর ভিনিয়ার দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা যায় একই আসবাবপত্র। তবে প্লাইউডের মান কি হবে সেটা দেখে নেওয়া জরুরি। যিনি এটা বোঝেন তেমন মানুষের পরামর্শ নিয়েই প্লাইউড কিংবা মেঝের পাথর এসব কিনুন। অহেতুক ঠকে যাওয়ার ভয় থাকবে না।

রং: দেওয়ালের চরিত্র বুঝে রং পছন্দ করা দরকার। আগে দেওয়ালকে একেবারে সমতল করে নেওয়াটাও খুব জরুরি। যতটা সম্ভব উঁচু-নীচু কম থাকবে। প্লাস্টার অব প্যারিস কিংবা পুট্টি দেওয়ালে ভাল করে দিয়ে সহজ করে নিন। সাধারণত দেওয়ালে দু’বার প্রাইমার এবং দু’বার রং হয়ে থাকে। দরকারে আরও বেশি বার করা যেতেই পারে। আলো ফেলে দেওয়াল ঠিক সমতল হয়েছে কিনা সেটা দেখে নেওয়াটা জরুরি।

আরও পড়ুন:পুজোর আগেই সন্তানের ঘরকে সাজিয়ে তুলুন এ ভাবে​


ওয়াল পেপার চিরদিন অন্দরসজ্জার সৌন্দর্য বাড়িয়ে এসেছে। যে সব দেওয়ালে ওয়াল পেপার দেবেন সেখানে প্রাইমার করে সমতল করে নিন, সেখানে অহেতুক দামি রং না দিলেও চলবে। ঘরের সিলিংএ চকচকে দামী রং ব্যবহার করার কোনও যুক্তি নেই। কিছুটা কমদামি কিন্তু ভাল সাদা রং সিলিংয়ে লাগাতে পারেন।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement