Ananda Utsav 2019

গান শুনতে ভালবাসেন? তা হলে বাড়িতে এই ব্যবস্থা করাতে ভুলবেন না

ক্যান্ডেল লাইট ডিনার আর সঙ্গে মৃদু গান, পুজোর রাতগুলো বাড়িতেই করে তুলুন রঙিন।

Advertisement

সুদীপ ভট্টাচার্য

কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ ১৫:০০
Share:

অন্দরসজ্জাই কেবল শেষ কথা নয়, বরং তার আনুষাঙ্গিক বেশ কিছু জিনিস ঠিকঠাক না হলে সম্পূর্ণ হয় না গৃহস্থের রুচিবোধ। যেমন ঘরের পর্দা, কুশন কভার, সুন্দর ছবি, ওয়ালপেপার, ডিসপ্লে ইউনিট ডেকরেশন এবং অবশ্যই সুন্দর মিউজিক সিস্টেম। যদিও একেবারে সরাসরি অন্দরসজ্জার সঙ্গে মিউজিক সিস্টেমের কোনও যোগাযোগ না থাকলেও এই গানই ঘরের অন্দরসজ্জায় যোগ করে আলাদা মাত্রা।

সুন্দর একটি সাজানো বাড়িতে বা ফ্ল্যাটে সাউন্ড সিস্টেম রাখবেন কোথায়? সাউন্ড সিস্টেম ইউনিটটা সাধারণত বসার ঘরের ডিসপ্লে ইউনিটের এক ধারে রাখা হয়, কিংবা অন্য এমন কোনও জায়গায় রাখুন, যেখান থেকে খুব সহজে মিউজিক সিস্টেমটা চালানো যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে মিউজিক সিস্টেমের সঙ্গে সাউন্ড বক্স তো খুব বেশি থাকে না কাজেই এমন জায়গায় তা রাখুন, যেখানে থাকলে ঘরের যে কোনও প্রান্ত থেকেই গান সুস্পষ্ট শোনা যাবে।

কিন্তু আপনি যদি অন্য কোনও একটি ঘরে বসে, কিংবা লবিতে দাঁড়িয়ে বা রান্না করতে করতে কোনও গান উপভোগ করতে চান, এ পদ্ধতিতে সেটা বেশ মুশকিল। তা হলে ঠিক কী কী করলে সে সব জায়গা থেকেও শোনা যাবে গান?

Advertisement

আরও পড়ুন: ছোট ফ্ল্যাটেও গাছ লাগানো সম্ভব, যদি মানেন এ সব

আরও পড়ুন: আকাশ, সমুদ্র কিংবা একটা আস্ত খেলার মাঠ ঘরের মধ্যে!​

Advertisement

এ ক্ষেত্রে খুব সহজ উত্তর হচ্ছে চ্যানেল মিউজিক। চ্যানেল মিউজিক শব্দটার সঙ্গে আমরা বেশ পরিচিত। কোথাও একটা সাউন্ড সিস্টেম লাগানো থাকে এবং সারা বাড়ির বিভিন্ন জায়গায় ছোট ছোট সাউন্ড বক্স ছড়ানো থাকে। মূলত সাউন্ড বক্সগুলো ফলস সিলিংয়ের মধ্যে লাগানো থাকে, বাইরে থেকে বোঝা যায় না। ফলস সিলিং না থাকলে ঘরের মধ্যে এমন কোনও জায়গায় সেট করা থাকে যে সেটাও খুব একটা বাইরে থেকে বোঝা যেন না যায়। এ বার কেন্দ্রীয় একটি জায়গা থেকে চালানো হবে সাউন্ড সিস্টেম। এক একটি ঘরে সুইচ অন-অফেরও ব্যবস্থা থাকবে। তা হলেই অন্দরসজ্জায় এটি যোগ করতে পারে সুরের মূর্ছনা।

এ বার ক্যান্ডেল লাইট ডিনার আর সঙ্গে মৃদু গান, পুজোর রাতগুলো বাড়িতেই করে তুলুন রঙিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement