এ বার উমার বিদায়ের পালা। দু’দিন ধরে মাকে বরণ করে সিঁদুর খেলা চলল বাংলা জুড়ে। হাতে পায়ে আলতা পরে, লালপেড়ে সাদা শাড়িতে সেজে ওঠেন সধবা নারীরা।
তার সঙ্গে সিঁদুর মেখে চলে মায়ের বরণ। এর যেমন আনন্দ রয়েছে, পাশাপাশি ক্ষতির আশঙ্কাও থাকে কিন্তু। কেমন সেই ক্ষতি?
বাজারে নানা ধরনের সিঁদুর বিক্রি হয় এখন। তাতে ক্ষতিকারক উপাদান থাকে। যেমন, সিন্থেটিক রং, পারদ, সিসা, রেডিয়াম।
এ সব উপাদান একেবারেই ত্বকের বন্ধু নয়। সিঁদুর খেলার পরে তাই ত্বকের বিশেষ যত্ন নেওয়া খুব দরকার। কিন্তু কী ভাবে তা করবেন?
অনেকেই ভাসান পর্যন্ত সিঁদুর গায়ে রেখে দিতে ভালবাসেন। বিশেষত তাঁদের জন্যই এই পরামর্শ। কারণ সিঁদুর তোলার পরে ত্বক শুকিয়ে র্যাশ হয়ে যেতে পারে।
বাড়ি ফিরে মুখ ধুয়ে কাঁচা দুধ, বেসন, অ্যালোভেরা একসঙ্গে মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। ত্বকে তা লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। এতে ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক থাকে।