আদ্যাশক্তি মহামায়া কালীরূপে জাগ্রতা হন। এই রূপে তিনি যেমন একাধারে ভয়ঙ্করী, অপরদিকে অভয়দায়িনী। আর কিছু দিনের মধ্যেই কালীপুজো। অমাবস্যা শুরু হয়ে গিয়েছে। এই সময়ে কালী মন্ত্র জপ করে পুজো-অর্চনা করলে ফল পাওয়া যায়। কতকগুলি শক্তিশালী কালী মন্ত্র বদলে দিতে পারে আপনার জীবন।
কালী বীজ মন্ত্র - ওম ক্রীং কালী। এই মন্ত্র জপ করলে ব্যক্তি নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পায়। এই মন্ত্র ব্যক্তিকে পূর্ণ জ্ঞান, শুভ শক্তি, আত্মার উন্নতি ও মুক্তি প্রদান করতে সক্ষম।
কালী মন্ত্র - ওম ক্রীং কালিকায়ৈ নমঃ। শাস্ত্র মতে কালীর এই মন্ত্র জপ করলে ব্যক্তি শুদ্ধ চেতনা লাভ করে।
মহাকালী মন্ত্র - ওম শ্রী মহা কালিকায়ৈ নমঃ। এই মন্ত্র জপ করলে কালীর আশীর্বাদ পাওয়া যায়। এর পাশাপাশি ব্যক্তি শক্তি লাভ করে।
কালিকায়ি মন্ত্র - ওম ক্লীং কালিকা য়ি নমঃ। এই মন্ত্র ব্যক্তিকে সমস্ত ধরনের জটিলতর সমস্যা থেকে মুক্তি প্রদান করে। এই মন্ত্রের প্রভাবে ব্যক্তি সচেতন ও অন্তর্দৃষ্টিপূর্ণ চিন্তাভাবনার অধিকারী হন।
কালী গায়ত্রী মন্ত্র - ওম মহাকল্যৈ চ বিদ্মহে শ্মশান বাসিন্যৈ চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। শাস্ত্র মতে এই মন্ত্র জপের প্রভাবে ব্যক্তির মনের উচ্চ অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায়। কালীর পথ প্রদর্শনের ফলে ব্যক্তি একটি স্পষ্ট ও সতর্ক অবস্থানে প্রবেশ করে।
১৫ অক্ষরী মন্ত্র - ওম হৃীং শ্রীং ক্লীং আদ্যা কালিকা পরমং ঈশ্বরী স্বাহা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্ত্র জপ করলে ব্যক্তির আধ্যাত্মিক শক্তি দ্রুতহারে বৃদ্ধি পায়।
প্রার্থনা মন্ত্র - ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী, ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে। এই মন্ত্র ব্যক্তিকে অজ্ঞানতা ও মৃত্যুভয় থেকে মুক্তি দেয়।
তবে মনে রাখতে হবে, সকল ধরনের মন্ত্র জপ সকলের জন্য কিন্তু একেবারেই মঙ্গলজনক নয়। মহাকালীর অভূতপূর্ব তেজ ধারণ করা সকলের সাধ্য নয়।
তাই, শরীর-মন প্রস্তুত না থাকলে কখনওই মায়ের মন্ত্র জপ করা উচিৎ নয়। গুরু দ্বারা দীক্ষিত ব্যক্তিরাই কালী মন্ত্র জপ করবেন, নতুবা নয়। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।