হিন্দুদের মধ্যে ছটপুজোর এক বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে কঠিন উপবাসের মাধ্যমে সূর্যদেব এবং ছঠি মাইয়ার আরাধনা করেন ভক্তরা।
ছটপুজোর নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে, যেগুলি মেনে চললে সংসারে বজায় থাকবে শান্তি। এই পুজোর আগেই জেনে নিন সেই নিয়মগুলি।
যাঁরা উপবাস করছেন, তাঁদের উচিত আগে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা।
কোনও রীতিনীতি পালনের আগে উচিত সকালে উঠেই স্নান করে নেওয়া।
ভোগ যখন বানাবেন, তখন সাধারণ নুনের বদলে সৈন্ধব লবন দিয়ে বানান।
স্নানের পরে মহিলারা অবশ্যই কমলা রঙের সিঁদুর লাগাবেন।
মদ এবং আমিষ খাওয়া থেকে বিরত থাকুন।
পুজো করার সময়ে সূর্যদেবতা এবং ছঠি মাইয়াকে দুধ দিয়ে পুজো করতে হবে।
পুজোর জন্য কোনও ভাঙা বা পুরনো ঝুড়ি ব্যবহার করা যাবে না।
রাতে অবশ্যই ব্রতকথা শোনা অথবা বলা উচিত।
এই পুজোয় কখনওই কাচের অথবা স্টিলের বাসন ব্যবহার করা উচিত নয়।
যে ফল ও ফুল দিয়ে পুজো দেওয়া হবে, দেখতে হবে তা যেন কোনও ভাবেই কোনও পশু অথবা পাখি নষ্ট না করে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।