দেবী লক্ষ্মী চঞ্চলা। একটু অনিয়ম হলেই তিনি নাকি গৃহস্থের বাড়ি ছেড়ে চলে যান। তাই দেবীকে তুষ্ট রাখতে কিছু জিনিস মনে রাখা খুব প্রয়োজন।
পুজো করার সময়ে মা লক্ষ্মীকে কখনওই তুলসী দেবেন না। এতে তিনি রুষ্ট হন।
পুরাণ মতে, তুলসীর সঙ্গে শালগ্রাম শিলার বিয়ে হয়। শালগ্রাম হল নারায়ণের রূপ। মা লক্ষ্মী নারায়ণের স্ত্রী। তাই সে দিক থেকে তুলসী তাঁর সতীন।
দেবীর আসনে কখনওই সাদা বা কালো রং করবেন না। এই দুই রঙের কাপড়ও তাঁর আসনে পাতবেন না।
পুজো করার সময়ে সাদা ফুলও দেবীকে নিবেদন করা থেকে বিরত থাকবেন। রঙিন ফুল, যেমন জবা অথবা পদ্ম দেবেন।
দেবীকে লোহার বাসনে ভোগ নিবেদন করবেন না।
মা লক্ষ্মী শব্দ পছন্দ করেন না। তাই তাঁর পুজোয় ঢাক, ঢোল, কাঁসর, ঘন্টা বাজাতে নেই। এতে তিনি রুষ্ট হয়ে গৃহস্থবাড়ি ত্যাগ করেন।
এই পুজোয় কালো পোশাক পরতে নেই। রঙিন পোশাক পরুন।
যেখানে পুজো হচ্ছে, সেই জায়গা যেন পরিষ্কার-পরিছন্ন থাকে। ভাল করে ঘর পরিষ্কার করে আল্পনা দিয়ে মায়ের পুজো করুন।
মা লক্ষ্মীর প্রসাদে কখনও না বলতে নেই। একটু হলেও তাঁর প্রসাদ গ্রহণ করতে হয়।
দেবী লক্ষ্মীর প্রসাদে যেন মোয়া, মুড়কি, নাড়ু– এই সব থাকে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।