এই বছর ১১ তম বর্ষে পা দিল কলকাতার লেক কালীবাড়ির গণেশ পুজো। তাই নিয়ে শহর জুড়ে উৎসবের আমেজ। গণেশ পুজো উপলক্ষ্যে এখানে বিশাল আয়োজন হয়। এক দশকের বেশি সময় ধরে চলা এই গণেশ পুজো নিয়ে আশেপাশের বহু অঞ্চল থেকে মানুষ দৌড়ে আসেন পুজোয় যোগদান করতে।
এই পুজোর বিশেষ আকর্ষণ হল কলকাতার সব থেকে বড় গণেশ ঠাকুর। তিনি একা নেই সঙ্গে আছেন শিব ঠাকুর, পার্বতী, লক্ষ্মী আর সরস্বতী তাঁরাও।
এই সুন্দর প্রতিমা বানানোর বরাত পেয়েছিলেন শিল্পী সনাতন রুদ্র পাল। তার হাতের কাজে ও তুলির টানে বিশেষ মাত্রা পেয়েছে এই পুজোর ঠাকুর। লেক কালীবাড়ি অঞ্চলে বহু পরিচিত এই পুজো চলে বেশ কয়েকদিন ধরে।
আর একটি বড় আকর্ষণ হল এখানের ধামসা মাদলের দলের আয়োজন। প্রত্যেক বছর এই ধামসা মাদলে দল এসে এখানে অনুষ্ঠান করেন। বহু মানুষ ভিড় জমান এই পুজো প্রাঙ্গনে।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।