প্রতীকী চিত্র
দীপাবলির মরসুম। আলোয় সাজবে ঘরবাড়ি, আতসবাজি পোড়ানোয় মাতবেন সদলবলে। পেটপুজোই বা বাদ যাবে নাকি? সপরিবারে কিংবা বন্ধুরা দলবেঁধে বেরিয়ে পড়লেই হয় জমিয়ে ভূরিভোজের টানে! রইল কলকাতার ছ’টি বিখ্যাত ক্যাফের মেনুকার্ড থেকে সেরা খাবারদাবারের সন্ধান।
হোয়াটসঅ্যাপ ক্যাফের মটন দইবড়া
কলকাতার রুফটপ কোনও ক্যাফেতে বসে দেখুন কেমন আলোয় আলো হয়ে আছে চেনা শহরটা। সঙ্গে লাইভ ব্যান্ডের যুগলবন্দি আর জমাটি পেটপুজো। সাদার্ন অ্যাভিনিউয়ের হোয়াটসঅ্যাপ ক্যাফেতে তেমনই আয়োজন। এখানকার মটন দইবড়া খুব জনপ্রিয়। নিখুঁত দক্ষতায় মটন কিমা দিয়ে তৈরি বড়া ডুব দেয় মশলাদার দইয়ে। ব্যস! স্বর্গীয় স্বাদ!
চ্যাপ্টার টু-র প্রন অন টোস্ট
সাদার্ন অ্যাভিনিউয়েরই আর এক বিখ্যাত ক্যাফে কাম রেস্তরাঁ এটি। আমিষাশীদের রীতিমতো পছন্দের ঠেক। প্রন অন টোস্ট মন ভরাবে। নিরামিষাশীদের জন্যও রয়েছে লোভনীয় পেনে পাস্তা। বাড়তি পাওনা লাইভ মিউজিক।
অউধ-এর নিহারি
অবাঙালি এই পদের এখন বাঙালি রসনাতেও সমান কদর। ভোরবেলার খাবার, তাই নাম নিহারি। দেশপ্রিয় পার্ক, সল্টলেক, নাকতলায় এই রেস্তরাঁর শাখায় এই পদের দারুণ চাহিদা। কালীপুজো বা ভাইফোঁটা উপলক্ষে রয়েছে আরও নানা স্বাদের থালি।
টিনটিন ও ব্রাসেলস ক্লাব-এর রোস্টেড রোজমেরি ল্যাম্ব
ভিনদেশি খাবারের এই রেস্তরাঁয় রোস্টেড রোজমেরি ল্যাম্ব এখন খাদ্যরসিক বাঙালির পছন্দের তালিকায়। মেনুকার্ডে ৪-৫ ধরনের বিদেশি পদ রয়েছে, যার মধ্যে দু’টি স্টার্টার, একটি মেন কোর্স এবং একটি ডেজার্ট বা মিষ্টি জাতীয় খাবার। সঙ্গে রয়েছে বেলজিয়ান আইসক্রিম।
একডালিয়া আরডি-র ব্যান্ডেল চিজ কাটলেট
সামুদ্রিক বা বিদেশি মাছ খেতে পছন্দ করেন? তা হলে একডালিয়া আরডি-র দিওয়ালি মেনু আপনারই জন্য। কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস, স্কুইড, বিভিন্ন মাংস, সঙ্গে রয়েছে পর্তুগিজ হেঁশেলের ধাঁচে ব্যান্ডেল চিজ কাটলেট।
এই কালীপুজোয় কোথায় যাচ্ছেন তা হলে?