Durga Puja 2021

Mutton Recipe: সপ্তমীতে কব্জি ডুবিয়ে খাসির মাংস খাবেন? রইল নতুন রেসিপি

উৎসবের দিনে একটু অন্য রকম মাংসের রেসিপি না হলে কী চলে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ১৬:২৪
Share:

প্রতীকী ছবি।

ষষ্ঠীতে লুচি আর কাশ্মীরি আলুর দম হলে তো সপ্তমীতে মাংস চাই-ই চাই। কোলেস্টেরল, ডায়াবিটিস, ইউরিক অ্যাসিড— নানা রকম রোগের দাপটে সারা বছর মুরগির ঝোলই কপালে বেশি জোটে। পুজোর ক’দিন একটু নিয়মের বাইরে গিয়ে খাওয়াদাওয়া সব বাঙালি ঘরেই চলে। তাই পাঁঠা বা খাসির মাংসের পাল্লাই ভারী হয় বেশি। বাজারে খাসির মাংসের দর এই কয়েক দিন যতই চড়ুক, ভিড় ঠেলে ঘাম ঝরিয়ে আম বাঙালি সকাল সকাল বাজারে ঠিক পৌঁছে যাবেন। বেছে বেছে দরদাম করে কচি পাঁঠা ঠিক জোগা়ড় করে আনবেন।

তবে মটন কষা অনেক বাড়িতেই কোনও না কোনও রবিবারে হয়। পুজোর দিনে মন চায় স্পেশ্যাল কিছু। তাই একটু অন্য ভাবে খাসির বা পাঁঠার মাংস রান্না করে দেখুন না। পোলাও বা সাদা ভাতের সঙ্গে জমিয়ে মটন খেতে চাইলে বানিয়ে ফেলুন লাল কোর্মা। কী ভাবে বানাবেন দেখে নিন।

Advertisement

উপকরণ

খাসির মাংস: ১ কেজি

টক দই: আধ কাপ

আদাবাটা: ১ টেবিল চামচ

রসুনবাটা: ১ চা-চামচ

লাল মরিচগুঁড়ো: ২ চা-চামচ

হলুদগুঁড়ো: আধ চা-চামচ

ধনেগুঁড়ো: ২ চা-চামচ

গরম মসলার গুঁড়ো: ১ চা-চামচ

কাজুবাটা: ১ টেবিল চামচ

পেঁয়াজ বেরেস্তা: আধ কাপ

সাদা গোলমরিচের গুঁড়ো: আধ চা-চামচ

তেল: ১/৪ কাপ

ঘি: ১/৪ কাপ

নুন: স্বাদমতো

চিনি: ১/৪ চা-চামচ

গোটা: কাঁচা মরিচ ৬টি

প্রতীকী ছবি।

প্রণালী

একটি বাটিতে টক দই নিয়ে তার মধ্যে সব মশলা ভাল করে মিশিয়ে নিন।

গ্যাসে হাঁড়ি চাপিয়ে দিন। তেল দিয়ে মশলা কষিয়ে নিন।

এ বার খাসির মাংস দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন।

মাংস অর্ধেক সিদ্ধ হয়ে এলে বেরেস্তা দিতে হবে। আর এক বার খুব ভাল করে কষিয়ে নিন।

২ থেকে ৩ কাপ গরম জল দিয়ে অল্প আঁচে মাংস সিদ্ধ হতে দিন।

সিদ্ধ হয়ে এলে চিনি ও কাঁচা মরিচ দিয়ে ২ মিনিটের জন্য ঢেকে নামিয়ে পোলাও বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement