মনামির মতো এমন সাবেক সাজও নজর কাড়তে পারে ভাইফোঁটায়। ছবি: সংগৃহীত
দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে আসে ভাই-বোনের উৎসব ভাইফোঁটা। আর উৎসব মানেই খাওয়া দাওয়া, সাজগোজ। দুর্গাপুজো, দীপাবলিতে সাজগোজ নিয়ে সকলেরই নানা পরিকল্পনা থাকে। কিন্তু ভাইফোঁটার সাজ নিয়ে কেউই আলাদা করে চিন্তাভাবনা করেন না। বেশির ভাগই হাতের সামনে যা পান, তাই গায়ে চাপিয়ে ভাইফোঁটার অনুষ্ঠান সেরে ফেলেন। কিন্তু এ বারের ভাইফোঁটা একটু জমকালো হোক। নিজেকে সাজান নতুন ভাবে।
• ভাইফোঁটার সকালে আপনি সেজে উঠতে পারেন সাবেক শাড়িতে। সঙ্গে পরতে পারেন হাতা ছাড়া ব্লাউজ। একদম অন্য রকম দেখাতে হলে থ্রি কোয়ার্টার হাতা ব্লাউজও পরতে পারেন। কানে একটা ছোট্ট দুল। হাতে বালা।
• অনেকেই শাড়ি সামলাতে পারেন না। অথচ শাড়ি পরার সাধও আছ। তাঁদের জন্য মেখলা একেবারে আদর্শ পোশাক। তার সঙ্গে সাদা মুক্তোর গয়নায় সাজাতে পারেন নিজেকে। একটি সমুদ্র নীল মেখলা আপনার চেহারায় এনে দেবে গাঢ় প্রশান্তি।
• সকাল সকাল শাড়ি পরাটা যাঁদের কাছে বিভীষিকা, তাঁরা উজ্জ্বল রঙের সালোয়ার কামিজ পড়তে পারেন। সঙ্গে মানানসই দোপাট্টা। কানে একটা বড় দুল।
• যাঁরা পশ্চিমী কায়দার পোশাক ভালবাসেন, তাঁরা পরতে পারেন ক্রপ টপ এবং সঙ্গে একটা লম্বা ঝুলের ফুলছাপ স্কার্ট।
• ভাইফোঁটার সকালে গলিয়ে নিতে পারেন বেশ জমকালো ঘেরওয়ালা একটি আনারকলিও। সঙ্গে পরতে পারেন ভারী গয়নাও।