দীপাবলির সন্ধ্যায় বন্ধুদের জমাটি আড্ডার প্ল্যান। পাতলা সুতির সাদা শাড়ির সঙ্গে রংবাহারি ব্লাউজ পরবেন ভেবেছেন। রঙিন প্যাচওয়ার্কের ব্লাউজ বানাবেন, সে না হয় ঠিক। কিন্তু নতুনত্ব আনবেন কী ভাবে, সেটাই মাথায় আসছে না!
মুশকিল আসান মেটালিক রঙের লটকন। আপনার পুরো লুকটাই পালটে যাবে! জেনে নিন পোশাকের সঙ্গে মানানসই লটকন বেছে নেওয়ার সহজ কিছু টিপস। শাড়ি, সালোয়ার কামিজ, কিংবা স্কার্ট- সব কিছুতেই লটকন এখন ফ্যাশনে।
কখনও পোশাকের সঙ্গে একরঙা, কখনও কন্ট্রাস্টে ঝলমলে, মেটালিক রঙের রুপোলি বা সোনালি, কিংবা আপসাইক্লিং করা ছাঁট কাপড়ের লটকন। এটাই এখন দুরন্ত ট্রেন্ড!
পোশাকের সঙ্গে মানিয়ে দেখে নিন লটকনের সাজ- সব পোশাকের সঙ্গে সব রকম লটকন মানায় না। আবার সব রং কিংবা কাপড়ের সঙ্গেও সব রকমের লটকন জমে না। আপনি যদি এক রঙা জামা বা ব্লাউজ পরেন, তার সঙ্গে বেছে নিন নানারঙের ঝালর দেওয়া লটকন। জামা, স্কার্ট বা ব্লাউজে যদি জরির কাজ থাকে, মেটালিক রঙের চোখধাঁধানো লটকন ব্যবহার করতে পারেন।
কোন কোন লটকন এ বার ট্রেন্ডে? ডিজাইনার রিনি শীল জানালেন, এ বছর আপসাইক্লিং অর্থাৎ পুরনো বা ছাঁট কাপড় দিয়ে নানা আকারের লটকন রয়েছে ফ্যাশনে। অনেক সময়েই ব্লাউজ বা জামা বানানোর পরে অনেকটা কাপড় বেঁচে যায়। তা দিয়ে অনায়াসে বানিয়ে নেওয়া যায় রংবেরঙের লম্বা লটকনের ঝালর।
এখন টেকসই ও পরিবেশবান্ধব ফ্যাশনের যুগ। অতিরিক্ত জামাকাপড় না কিনে, মানুষ চেষ্টা করছেন হাতে থাকা পুরনো কাপড়কেই যতটা সম্ভব কাজে লাগানোর।
অনেকে পিঠে ড্রপ, চৌকোর মতো নানা রকম ডিজাইনের কাট করেন। সঙ্গে থাকুক নানা রকমের লটকন। কোন কাটের সঙ্গে কেমন লটকন মানায় দেখে নিন। অনেকে পিঠে ডিপ ভি কাট করেন আর ব্লাউজের রঙের কাপড় দিয়েই তৈরি বো লাগান।
বডিশেপের সঙ্গে মানিয়ে নিন লটকনের ধরন- যাদের উচ্চতা কম, তাঁরা খুব লম্বা বা বড় লটকন ব্যবহার করলে তাঁদের উচ্চতা আরও কম দেখাতে পারে। বরং ৫-৬ ইঞ্চির মধ্যে লটকন বানিয়ে নিতে পারেন। তবে সুন্দর আকার বা একঢালা রঙের লম্বা লটকন ব্যবহার করলে পিঠ লম্বাও দেখায়।
যারা লম্বা, তাঁরা বড় মটকা, গোলাপ ইত্যাদি শেপের নানা রকমের লটকন ব্যবহার করুন। ব্লাউজের কাটের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে।
উৎসবের টিপস – রিনির মতে, উৎসবের সাজে উজ্জ্বল ফুশিয়া একরঙা কামিজ বা ব্লাউজে ব্যবহার করা যায় উজ্জল টারকোয়াজ রঙের নজরকাড়া লটকন। স্কার্ট বা জামা যদি খুব সাধারণ দেখতে হয়, তাহলে তার সঙ্গে বেছে নিন খুব বড় আর ঝলমলে লটকন। পোশাকের লুকটাই পুরো পালটে যাবে। এ ছাড়া যে কোনও রকমের কাপড় দিয়ে একাধিক সুন্দর ডিজাইনের লটকন বানিয়ে নিতে পারেন।