Diwali Hairstyles: দীপাবলিতে কেমন হবে চুলের সাজ? শিখুন বলি-তারকাদের থেকে

লম্বা চুলেও কিন্তু অনেক পরীক্ষা-নিরীক্ষা করা যায়। উপলক্ষও আছে হাতের কাছেই!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৫:০২
Share:

এ বারের কালীপুজোয় তাক লাগিয়ে দিন চুলের অভিনব সাজে।

প্রায় দু’ বছর হতে চলল অতিমারির। করোনা-আতঙ্কে অনেকেই পার্লার বা সাঁলোয় যাওায়ার ঝুঁকি নেয়নি। ফলে, মাঝের এই দীর্ঘ সময়ে চুল ব়েড়ে গিয়েছে অনেকের। ভাবছেন, চুল ছোট করে না কাটায় নতুন পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন না চুল নিয়ে? লম্বা চুলেও কিন্তু অনেক পরীক্ষা-নিরীক্ষা করা যায়। উপলক্ষও আছে হাতের কাছেই! এ বারের কালীপুজোয় তাক লাগিয়ে দিন চুলের অভিনব সাজে। কেমন হতে পারে আপনার চুলের স্টাইল?

Advertisement

১) বিনুনি হল বাঙালি কন্যের একেবারে সনাতনী সাজ। কিন্তু সেই গতানুগতিক ধাঁচে বিনুনি না করে এ বার তাতে দিতে পারেন একটু অন্য রকম রূপ। পিছনের দিকে বিনুনি না করে সামনের দিকের চুল নিয়ে করুন। তার পর এক দিকে কানের পিছনে গুঁজে দিন। পিছনের চুল খোলাই রাখুন।

কালীপুজোয় সোনম কপূরের মতো করতে পারেন ব্রেইডেড বান।

২) হাত খোঁপাও খুব জনপ্রিয় একটি সাজ। বাঙালি মেয়েদের আলুথালু বেশে খোঁপা করে বাঁধা চুলের ছবি বেশ পরিচিত। সেই অতি পরিচিত খোঁপাতেও আসতে পারে আভিজাত্যের ছোঁয়া, যদি প্রথমে বিনুনি করে তার পর খোঁপা করেন। এটির পোশাকি নাম ব্রেইডেড বান। সামনের দিকে কয়েক গাছা চুল ফেলেও রাখতে পারেন।

Advertisement

আলিয়া ভট্টের মতো হাফ বানও মানাবে উৎসবের সাজ হিসেবে।

৩) পুরো চুল নিয়ে খোঁপা না করে কিছুটা চুল টেনে মাথার উপর দিকে খোঁপা করে বাঁধুন। বাকি চুল ছেড়ে রাখুন দু’ পাশে। বলি তারকাদের মধ্যে বেশ জনপ্রিয় এই হাফ বান। দীপাবলির রাতেও জমে যাবে এই সাজ।

অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের থেকে অনুপ্রেরণা নিয়ে করতে পারেন খেজুর বিনুনি।

৪) শাড়ি পরুন বা সালোয়ার, খেজুর বিনুনি কিন্তু আপনার সাজের সঙ্গে জমে যাবে। লম্বা চুলে দারুণ মানাবে এই সাজ।

মাঝখানে সিঁথি করে দু’ পাশে চুল ফেলে রাখার সাজের চিরন্তনী আবেদনে প্রিয়াঙ্কা চোপড়া।

৫) মাঝখানে সিঁথি করে দু’ দিকে চুল ফেলে রাখুন। সব চেয়ে সহজ এই সাজ, কিন্তু এর আবেদন এখনও একই রকম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement