বলুন তো, বিয়ের বয়স বলতে আসলে ঠিক কোন বয়সটা উপযোগী? ১৮-২৫ না কী ৪৫! তা ছাড়া বিয়ে কী শুধু নারী পুরুষের মধ্যেই হতে হবে, এটা কী কোনও বিধিলিপি?
বহু যুগ আগে পুরুষ সানন্দে বিয়ে করতেন হাঁটুর বয়সী মেয়েদের। তাই সমাজে প্রচলিত যে স্বামীর বয়সই বেশি হবে স্ত্রীয়ের তুলনায়।
প্রিয়ঙ্কা চোপড়া, করিনা কাপুর খান এঁদের নিয়ে তাই সমালোচনা হয়েছে অনেক! তাঁরা সেলিব্রিটি, তবুও শুনেছেন কটাক্ষ!
নারীর এই অসম বয়সের বিয়ে নিয়ে শুধু নয়, সমাজ মেনে নিতে পারে না সমপ্রেমও।
আজও দু’ই পুরুষ বা দু’ই নারী পাশাপাশি দাঁড়ালে ভেসে আসে বাঁকা হাসি, ভ্রূকুটি।
দুটো মানুষ, একে অপরকে ভালবেসে আনন্দে আছে। এর থেকে বড় পাওনা জীবনে আর কী-ই বা আছে! তবু যেন মনুষ্যত্বকে ক্ষত বিক্ষত করাতেই মানুষের তৃপ্তি।
পুজোর আগেই ভারত ও বাংলাদেশ এক হল দুই কন্যের বিয়েতে। তেমন নজির বড়ই কম। পরিবর্তন আনতে চায় আরও লড়াই।
চেতন শর্মা ও অভিষেক রায়ের জুটি বেশ নজর কেড়েছিল প্রাক পুজোর সময়ে। সময় বদলে দিচ্ছে মনন।
মানুষের বড় পরিচয় তাঁর মূল্যবোধেই। এই আয়োজনে হয়তো সেটাই বলতে চেয়েছেন পোশাক শিল্পী রুদ্র সাহা।