হিন্দু ধর্মে ধনতেরস একটি শুভ দিন। এ দিন অনেকেই ঘরে নতুন জিনিস কিনে আনেন। বিশেষত ধনতেরসে সোনা বা রুপোর জিনিস কেনার প্রথা রয়েছে।
অনেকেরই বিশ্বাস, এই তিথিতে সোনা বা রুপো কিনলে ঘরে আসেন মা লক্ষ্মী। সঙ্গে আহ্বান জানান ধনদেবতা কুবেরকেও।
অনেকে আবার সোনা রুপো নয়, কেনেন অন্য জিনিস। যেমন বৈদ্যুতিন সামগ্রী থেকে বাসনকোসন ইত্যাদি।
তবে একটা কথা মনে রাখবেন। শুধু সোনা রুপো কিনলেই কিন্তু হল না। জ্যোতিষীরা বলছেন, ভুল জিনিস কিনলে হতে পারে হিতে বিপরীত। তাই জেনে নিন ধনতেরসে কোন কোন জিনিস কিনলে ফিরতে পারে ভাগ্য।
ধাতু: শুভ সময় দেখে তবেই কিনুন সোনা বা রুপোর জিনিস। কিনতে পারেন লক্ষ্মী বা গণেশের ছাপ দেওয়া সোনার মুদ্রাও।
আসবাব: ধনতেরসের দিনে কিনতে পারেন নতুন আসবাব পত্র। সাজিয়ে তুলতে পারেন আপনার ঘর। শাস্ত্রে বলে পরিষ্কার ঘরে লক্ষ্মীর বসত।
বৈদ্যুতিন জিনিসপত্র: টেলিভিশন, ল্যাপটপ, ফ্রিজ কিংবা যে কোনও বৈদ্যুতিন সামগ্রীও কিনতে পারেন এই দিনে।
বাসনপত্র: বাসন কিনতে হলে কিন্তু শাস্ত্র মতে রুপো বা পিতলের বাসন কেনাই ভাল।
বিনিয়োগ: অনেকে এই দিনে ব্যবসা, বিমা বা অন্য কোনও খাতে টাকা ব্যয় করাকে শুভ বলে মনে করেন।
জ্যোতিষ শাস্ত্র মতে, ধনতেরসের দিনে কোনও তীক্ষ্ণ জিনিস যেমন ছুরি বা কাঁচি, কালো রঙের কোনও সামগ্রী, এবং অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের জিনিস না কেনাই ভাল।