Tollywood

Diwali 2021: দীপাবলির সাজে আলো ছড়ালেন টলিউডের তনয়ারা

শাড়ি থেকে লেহঙ্গায়, হরেক গয়নায় ঝলমলে। কোন পোশাকে নজর কাড়লেন কে?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ২০:২২
Share:
০১ ১০

আলোর উৎসবে বাহারি সাজে টলিউডের নায়িকারা। শাড়ি থেকে লেহঙ্গায়, হরেক গয়নায় ঝলমলে। কোন পোশাকে নজর কাড়লেন কে? রইল ঝলক।

০২ ১০

হাতে ধরা প্রদীপ। আগুন আলোয় উজ্জ্বল পাওলি দাম। এক মুঠো আলো ছড়ালেন নিজেই।

Advertisement
০৩ ১০

সাদা-গোলাপি লেহঙ্গা চোলিতে ঝলমলিয়ে উঠলেন মিমি চক্রবর্তী। মাথায় টিকলি, কানে-গলায়-হাতে ভারী গয়না। দীপাবলিতে এ ভাবেই ধরা দিলেন অভিনেত্রী-সাংসদ।

০৪ ১০

কে বলে বাসন্তী শুধু সরস্বতী পুজোর রং? হেমন্তে আলোর উৎসবেও যে এ রঙেই আসর মাতিয়ে দেওয়া যায়, দেখিয়ে দিলেন ঋতাভরী চক্রবর্তী। হাতের সরায় কমলা-হলুদ গাঁদা ফুল। আগুন-রঙা সাজে ইনস্টাগ্রামে ছবি দিলেন নায়িকা।

০৫ ১০

মাথায় ভারী টিকলি, কানে কুন্দনের দুল, দু’ হাত ভর্তি চুড়ি। চার পাশে প্রদীপের আলোকবৃত্ত। প্রদীপ হাতে মাঝখানে এলিয়ে বসেছেন তিনি। অভিনেত্রী মধুমিতা সরকার। ঝলমলে লেহঙ্গা চোলি। এক ঢাল কালো চুলে অনন্যা। ইনস্টাগ্রামে ছবি দিয়ে জানালেন দীপাবলির শুভেচ্ছা।

০৬ ১০

লেহঙ্গা চোলিতে ঝলমলিয়ে উঠেছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীও। লাল-কালোর যুগলবন্দিতে আভিজাত্যের ছোঁয়া। জমকালো সেই সাজেই এ বারের দীপাবলিতে ‘সম্পূর্ণা’ তিনি।

০৭ ১০

ধুমধাম দুর্গাপুজো হয় তাঁর বাড়িতেই। প্রতি বারের মতো এ বছরও কোয়েল মল্লিক সামিল হয়েছিলেন তাতেই। আলোর উৎসবে লাল শাড়ির সঙ্গে পোলকি পাথরের গয়নায় আলো হয়ে উঠলেন মল্লিকবাড়ির মেয়ে।

০৮ ১০

কানে, হাতে, মাথায় ভারী গয়না। স্মিত হাসি মুখে। কমলা রঙা লেহঙ্গা-চোলি ও গাঁদা ফুলের সাজে যেন কমলা সুন্দরী নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

০৯ ১০

দীপাবলির আলোয় ঝলমলিয়ে উঠলেন সন্দীপ্তা সেন। হাতে প্রদীপ নিয়ে ইনস্টাগ্রামের পাতায় সেই ছবি দিলেন অভিনেত্রী।

১০ ১০

বিয়ের পরে প্রথম দীপাবলি। হলুদ রঙের পোশাকে, হাল্কা সাজে ছবি দিলেন দেবলীনা কুমার। সঙ্গে দিলেন মঙ্গল কামনার বার্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement