কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাই দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই বাঙালি মেতে ওঠে দীপাবলির প্রস্তুতিতে। শুরু করে দেয় দ্বিতীয় দফার কেনাকাটা। আর সে কথা মাথায় রেখেই অনলাইন শপিং সাইটগুলো ফি বছর এ সময়টায় নিয়ে আসে আকর্ষণীয় সব অফার।
দুর্গা পুজোর কিছু দিন আগেই নামী অনলাইন পণ্য বিপণন সংস্থা আমাজন এবং ফ্লিপকার্ট তাদের গ্রাহকদের জন্য এনেছিল বিপুল ছাড়ের সুযোগ। বিভিন্ন পণ্য তাদের আসল দামের থেকে অনেক কম দামে বিক্রি করেছিল সংস্থা। গ্রাহকেরাও এই সুযোগ হাতছাড়া করেননি। কিনে ফেলেছেন পছন্দের জিনিস।
কিন্তু অনেকেরই হয়ত সেই সময়ে কেনা হয়ে ওঠেনি সাধের স্মার্টফোন কিংবা নামী ব্র্যান্ডের স্পিকার। ভাবছেন সুযোগ বুঝি হাতছাড়া হল? মোটেই না। আপনাদের জন্যই ফের আমাজন এবং ফ্লিপকার্ট নিয়ে এল দীপাবলি স্পেশাল সেল। কবে থেকে শুরু হচ্ছে এই সেল?
এক দিকে ‘আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’। দীপাবলির আগের সপ্তাহ পর্যন্ত চলবে এই সেল। অন্য দিকে, ‘ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল ২০২০’ সেল চলবে ২৯শে অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত। কী কী ধরনের অফার থাকছে এই সেলে?
আই ফোন এক্সআর পেয়ে যাবেন ৩৯,৯৯৯ টাকায়। যার আসল দাম ৫২,৫০০ টাকা। এ ছাড়াও বিশেষ ছাড় থাকছে পোকো সি৩, অপ্পো রেনো ২এফ এবং মোটোরলা ওয়ান ফিউশান+ এর আসল মূল্যের উপরে।
৪২,৫০০ টাকা দামের আইফোন এসই গ্রাহকেরা পেয়ে যাবেন ৩২,৯৯৯ টাকায়। একই ভাবে ৮৫,৫০০ টাকার সামসং গ্যালাক্সি নোট ১০+ মিলবে ৫৯,৯৯৯ টাকায়।
অপ্পো এ৫২, রেডমি নোট৮ এবং ইনফিনিক্স স্মার্ট ৪+ এর ক্ষেত্রেও ফ্লিপকার্টের এই সেলে থাকছে দারুণ সব ছাড়। এ ছাড়া, ৩রা নভেম্বর দুপুর ১২টায় থাকছে ফ্ল্যাশ সেল। তাতে ৭০,০০০ টাকা মূল্যের এলজি জি৮এক্স পাওয়া যাবে মাত্র ২৪,৯৯০ টাকায়! ল্যাপটপ, হেডফোন, টেলিভিশন এবং অন্যান্য বৈদ্যুতিন পণ্যেও থাকছে বিশেষ ছাড়।
আমাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের চলতি অফারগুলো তো থাকছেই। সঙ্গে থাকছে পেমেন্ট মেথডের উপর ভিত্তি করে আরও বেশ কিছু ছাড়ের সুযোগ। গ্রাহক যদি সিটি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তিনি পেয়ে যাবেন ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। তবে এই অফার থাকছে ২৮শে অক্টোবর অবধি। ২৯শে অক্টোবর থেকে নতুন অফার আসতে পারে।
দাম মেটানোর পদ্ধতির উপরে অফার ছাড়াও আমাজন এবং ফ্লিপকার্ট আরও কিছু সুযোগসুবিধা দিচ্ছে গ্রাহকদের। যেমন পণ্য অদলবদল, নো-কস্ট ইএমআই এবং নির্বাচিত কিছু পণ্যের উপর বিশেষ ছাড়ের সুবিধা।
‘আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’ এবং ‘ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল ২০২০’ দুটোই যেহেতু একসঙ্গে চলবে, তাই পছন্দের জিনিসটি কেনার আগে অবশ্যই দুটি সাইটে দেওয়া পণ্যের দাম তুলনা করে নিন। আর দেরি কেন? দীপাবলির আগেই ঘরে এসে যাক পছন্দের স্মার্টফোন, টেলিভিশন কিংবা মিউজিক সিস্টেম!