Jagadhatri Puja2022

করোনা কালের বিষাদ পেরিয়ে কী ভাবে আলোয় সেজে উঠছে গোটা চন্দননগর? জেনে নিন সবিস্তার

অতিমারির ভয় কাটিয়ে অবশেষে হাসি ফিরছে তাঁদের মুখে। এ বার জগদ্ধাত্রী পুজোয় ছন্দে ফিরছে চন্দননগর।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৫:১৪
Share:
০১ ১০
 চন্দননগরের আলো! বাঙালির মুখে মুখে ফেরা এই প্রবাদপ্রতিম আলোকসজ্জার শুরু জগদ্ধাত্রী শুরু ঘিরে। তাতেই বাধ সেধেছিল করোনা।

চন্দননগরের আলো! বাঙালির মুখে মুখে ফেরা এই প্রবাদপ্রতিম আলোকসজ্জার শুরু জগদ্ধাত্রী শুরু ঘিরে। তাতেই বাধ সেধেছিল করোনা।

০২ ১০
বিপুল লোকসানের কারণে বহু আলোকশিল্পী ও শ্রমিক পেশা বদলেও বাধ্য হয়েছিলেন। অতিমারির ভয় কাটিয়ে অবশেষে হাসি ফিরছে তাঁদের মুখে। এ বার জগদ্ধাত্রী পুজোয় ছন্দে ফিরছে চন্দননগর।

বিপুল লোকসানের কারণে বহু আলোকশিল্পী ও শ্রমিক পেশা বদলেও বাধ্য হয়েছিলেন। অতিমারির ভয় কাটিয়ে অবশেষে হাসি ফিরছে তাঁদের মুখে। এ বার জগদ্ধাত্রী পুজোয় ছন্দে ফিরছে চন্দননগর।

Advertisement
০৩ ১০
অতিমারিতে আলো-সহ তার সাজসজ্জার অন্যান্য সরঞ্জামের দাম বৃদ্ধি পেয়েছে। শ্রমিকেরা অনেকে অন্য পেশায় চলে যাওয়ায় শিল্পীরাও কাজের পরিধি ছোট করতে বাধ্য হয়েছেন।

অতিমারিতে আলো-সহ তার সাজসজ্জার অন্যান্য সরঞ্জামের দাম বৃদ্ধি পেয়েছে। শ্রমিকেরা অনেকে অন্য পেশায় চলে যাওয়ায় শিল্পীরাও কাজের পরিধি ছোট করতে বাধ্য হয়েছেন।

০৪ ১০

কিন্তু চন্দননগরের আলোকে নতুন করে ছন্দে ফেরাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

০৫ ১০

চন্দননগরের আলোকশিল্পী পিন্টু মুখোপাধ্যায় ২২ ফুটের গডজিলা, ডায়নোসরাস ও বিরাট একটি সাপ বানিয়েছেন। এই সবক'টিই আলোর মাধ্যমে তুলে ধরা হবে। বিশাল বিশাল আকারের জন্তুর মডেলও আলোর সাজে জীবন্ত হয়ে উঠবে।

০৬ ১০

অন্য দিকে, রাজা ইলেকট্রিকের কর্ণধার রাজা যাদবের মূল আকর্ষণ ডান্সিং লাইট। রাস্তার দু'দিকে থাকছে কম্পিউটার লাইট। সেই আলোর উপর দিয়েই হাঁটবেন মণ্ডপমুখী মানুষ।

০৭ ১০

নতুন ধরনের অভিজ্ঞতা হবে দর্শনার্থীদের। এ ছাড়াও থাকছে এলইডি আলোয় দুর্গার মুখ থেকে সরকারি প্রকল্প এবং হিন্দু-মুসলিম সম্প্রীতির বার্তা।

০৮ ১০

আগামীতে কালীপুজোর সময়ে ঝাড়খণ্ডে দেখা যাবে এই আলোকসজ্জা।

০৯ ১০

বাচ্চা ইলেক্ট্রিকের তরফে আবার স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে স্থলসেনা, নৌসেনা ও বিমান বাহিনীর বিভিন্ন থ্রিডি মডেল তৈরি করেছেন শিল্পী।

১০ ১০

সেই সঙ্গে আলোয় দেখানো হবে আগেকার দিনে রাজারা কী ভাবে নগর পরিক্রমায় বেরোতেন। বিভিন্ন মাঙ্গলিক চিহ্ন ও বিশালাকার হাতির মডেল তৈরি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement